নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
হবে সকাল সাড়ে ৮টায়। ঈদ জামাতে ইমামতি করবেন কুমিল্লা কান্দিরপাড়
কেন্দ্রীয় জামে মসজিদ ও কেন্দ্রিয় ঈদগাহের প্রধান ইমাম ও খতীবহাফেজ মুফতী
মাওঃ শাহ মোহাম্মদ ইব্রাহীম ক্বাদেরী। কুমিল্লা কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির
সভায় সকলের সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বরাবরের মতো এবারও পরিচ্ছন্ন
পরিবেশে ঈদ জামাত আদায়ে সার্বিক ব্যবস্থাপনা ও সাজসজ্জা ও আলোকসজ্জ্বার
ব্যবস্থা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন। এরই অংশ হিসেবে কেন্দ্রীয় ঈদগাহ
মাঠ পরিচ্ছন্ন করা হয়েছে। মাঠের চারপাশে আলোকসজ্জা করা হয়েছে এবং ঈদগাহের
প্রধান ফটকে বিশাল তোড়ণ নির্মাণ করা হয়েছে। শনিবার থেকে নগরীর বিভিন্ন
এলাকায় ঘুরে ঘুরে মাইকে ঈদ জামাতের সময় ঘোষণা করে জানিয়ে দেওয়া হচ্ছে।
এর
আগে পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে গত ১৯ মার্চ (বুধবার) কুমিল্লা জেলা
প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ উপদেষ্টা
কমিটির সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছারের
সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিটি
কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক
(সার্বিক) পঙ্কজ বড়ুয়াসহ কমিটির সদস্যগণ।