স্টাফ রিপোর্টার।। কুমিল্লার মোগলটুলিতে ছাত্র-জনতার গণআন্দোলনের সময় বিশিষ্ট আইনজীবী আবুল কালামকে গুলি করে হত্যার ঘটনায় কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. বাচ্চু মিয়া (৪২) কে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় কুমিল্লার বিজয় নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাচ্চু অ্যাডভোকেট আবুল কালাম হত্যা মামলার অন্যতম আসামি।
বিজয়নগর এলাকায় যৌথ টহল দল একটি অভিযান পরিচালনা করার সময় তার কাছ থেকে ২ গ্রাম গাঁজা, ৫টি সিম কার্ড উদ্ধার করা হয়। সেই সাথে মো. ফাহিম নামের আরেক ব্যক্তিকে বাচ্চু মিয়ার সাথে গ্রেপ্তার করা হয়। তিনি পূর্বে একটি ডাকাতি মামলায় অভিযুক্ত ছিলেন।
গ্রেপ্তারকৃত বাচ্চু মিয়া ও মো: ফাহিমকে আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।