বুধবার ২ এপ্রিল ২০২৫
১৯ চৈত্র ১৪৩১
মুসল্লিদের ঢল নেমেছিল কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে। স্বস্তির ঈদ জামাত
প্রকাশ: সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১০:৫০ এএম |

মুসল্লিদের ঢল নেমেছিল কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে। স্বস্তির ঈদ জামাতধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুমিল্লায় পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত নামাজে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ ইব্রাহিম। এর আগে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। এ বছর ঈদুল ফিতরের নামাজে মুসল্লিদের ঢল নেমেছিল কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে। ঈদগাহ পূর্ণ হয়ে আশে পাশের রাস্তাতে মানুষ ঈদের নামাজ আদায় করেন। আবহাওয়া অনুকূলে থাকায় ঈদ জামাত ছিল স্বস্তির। নামাজ শেষে বিশ্বের মুসলমানদের শান্তি-স্বস্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে একে অপরের সাখে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। কুমিল্লার ঈদগাহে বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুল আলম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয় প্রমুখ ঈদ জামাতে অংশ গ্রহণ করেন।

মুসল্লিদের ঢল নেমেছিল কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে। স্বস্তির ঈদ জামাতএ দিকে পুলিশ লাইন জামে মসজিদে ঈদের জামাতে অংশগ্রহণ করেন পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া একই সময়ে নগরীর পুলিশ লাইন জামে মসজিদ, রানীর বাজার জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

 এ বছর কুমিল্লায় ৪ হাজার ১৫১টি স্থানে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২ হাজার ৫৮টি ঈদগাহে এবং ২ হাজার ৯৩টি মসজিদ রয়েছে। 












সর্বশেষ সংবাদ
নির্বাচনের আগেই জুলাইয়ে গণহত্যার বিচার চান কুমিল্লার তিন শহীদ পরিবার
কুমিল্লায় ঘাস নিয়ে নদীতে নিখোঁজ কৃষক, চার ঘন্টা পর উদ্ধার হলো মরদেহ
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
কুমিল্লার চান্দিনায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ৩ জন নিহত
মুসল্লিদের ঢল নেমেছিল কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে। স্বস্তির ঈদ জামাত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা জিলা স্কুলে গ্র্যান্ড ইফতার মাহফিল
কুমিল্লায় আইনজীবী আবুল কালাম হত্যা মামলার আসামি গ্রেফতার
কুমিল্লায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
কুমিল্লার ৩৮পরিবারে ‘বিষাদের ঈদ’
হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের চতুর্থ পুনর্মিলনী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২