
দাউদকান্দিতে বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ধাক্কায় পথচারীসহ অন্তত ২০ যাত্রী আহত হয়েছে।
বুধবার সকাল আনুমানিক ৮ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোড ঈদগাহ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
বাস যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লাগামী এশিয়া লাইন বাসটির চালক দ্রুতগতি, বেপরোয়া ও এলোপাতাড়ি ভাবে চালাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গেলে চালক বাসটি মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে নিয়ে ধাক্কা দেয়।
এসময় সড়কে অপেক্ষামান কয়েক পথচারী সহ বাসের প্রায় ২০ যাত্রী আহত হয়। আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এরমধ্যে একজন নারীকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল আফসার জানান, দুর্ঘটনায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। বাস চালক পলাতক রয়েছে। দূর্ঘটনা কবলিত বাস পুলিশ হেফাজতে রয়েছে।
অপরদিকে একই মহাসড়কের দাউদকান্দি শহীদনগর এলাকায় মোটরসাইকেল ধাক্কায় এক বৃদ্ধ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এছাড়াও গৌরীপুর-কচুয়া সড়কের আমিরাবাদ এলাকায় দুটি মোটরসাইকেল ও অটোরিক্সার সংঘর্ষে ৪ জন আহত হয়।
বুধবার দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা গ্রামের সংলগ্ন রাস্তায় পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষে মোটরসাইকেল ১ আরোহী গুরুতর আহত হয়।
এছাড়াও ঈদের দিন সকালে মহাসড়কের আমিরাবাদ বাসস্ট্যান্ডে কুমিল্লামুখী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে দুই প্রবাসী গুরুতর আহত হয়। গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় প্রেরণ করেন।
পুলিশ জানায় ঈদের ছুটিতে যানবাহনের চাপ কম থাকায় সড়ক ও মহাসড়ক ফাঁকা। এর ফলে চালকরা এলোপাতাড়ি ও দ্রুতগতিতে গাড়ি চালিয়ে দূর্ঘটনার শিকার হচ্ছেন।