কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সাতেশ্বর গ্রামে ৪ বছরের নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মোঃ মনির ইসলাম (৪৭) এর বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাত ৯টায় এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী এসে মনিরকে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দিয়ে তুলে দেয়।
মনোহরগঞ্জ থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে -মনোহরগঞ্জ উপজেলার সাতেশ্বর গ্রামের মোঃ ওমর ফারুক ও সামশুন্নাহার দম্পতির ৪ বছর বয়সের শিশু সন্তান ফাহমিদা সুলতানা ফাইজা।
একই বাড়ির পাশের ঘরের বাসিন্দা মোঃ মনির ইসলাম(সম্পর্কে দাদা) গত ৩ এপ্রিল দিবাগত রাত ৯টার দিকে ফাইজাকে কোলে নেওয়ার কথা বলে মনির তার বসত ঘরের সিঁড়িতে নিয়ে যায়। এক পর্যায়ে শিশু ফাইজার যৌনীতে মনির আঙ্গুল ঢুকিয়ে ও মনিরের পুরুষাঙ্গ ফাইজার হাতে লাগিয়ে রাখে। এতে ফাইজা চিৎকার করলে পাশের ঘরের লোকজন ঘটনাটি দেখতে পান। মূহুর্তের মধ্যেই বিষয়টি ছড়িয়ে পড়লে মনির পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে (মনিরকে)গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
শুক্রবার (৪ এপ্রিল)ফাইজার মা সামশুন্নাহার (৩৫) বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি যৌন পীড়ন সংক্রান্ত মামলা দায়ের করেন।
এবিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান- ঘটনাটি শুনে আমরা অভিযুক্ত মনিরকে গ্রেপ্তার করে পুলিশের পাহারায় মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হচ্ছে । তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।