রোববার ৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১
লাকসামে তাফসির মাহফিলে সফিকুর রহমান-
বিগত সরকারের সময়ে ইসলামী আলোচনা করতে দেয়া হত না
মোঃ হুমায়ুন কবির মানিকঃ
প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ৫:২০ পিএম |

বিগত সরকারের সময়ে ইসলামী আলোচনা করতে দেয়া হত না কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের জীবনের সম্পাদক সফিকুর রহমান বলেছেন- বিগত সরকারের সময়ে ইসলামী আচার-অনুষ্ঠান ও ইসলামী আলোচনা করতে দেয়া হত না, কারণ তারা দায়বদ্ধ ছিল ভিনদেশী কালচারে, সাবেক প্রধানমন্ত্রী নিজেও ইসলাম পছন্দ করতেন না, তাই তিনি তার নিজ ঠিকানায় (ভারত) চলে গেছেন।

লাকসামে কালিয়াপুর যুব সংঘের উদ্যোগে বৃহস্পতিবার (৩ এপ্রিল) স্থানীয় কালিয়াপুর বাজার মাদরাসা মাঠে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি বলেন, আমার নেতা  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র’র চর্চা চালু করেছিলেন, জামায়াতে ইসলামীও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় রাজনীতি করার অধিকার পেয়েছে।

সফিকুর রহমান বলেন, শেখ মজিবুর রহমান আওয়ামীলীগকে বিলুপ্ত করে বাকশাল ও একদলীয় শাসন কায়েম করেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই পুনরায় শেখ হাসিনাকে আওয়ামীলীগ করার সুযোগ দিয়েছিলেন। কিন্তু তিনি (শেখ হাসিনা) বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, ফ্যাসিবাদ কায়েমের মাধ্যমে এদেশের মানুষের বাক-স্বাধীনতা, ভোটাধিকার হরণ করেছে। জুলাই বিপ্লবে ছাত্র-জনতার উপর নির্মম হত্যাযঞ্চ চালিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা। ছাত্র-জনতার হত্যাকারী শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না।

তিনি আরো বলেন, আগামী নির্বাচন দল দেখে নয়, সৎ লোক দেখে ভোট দিবেন, কোন অসৎ লোককে ভোট দিবেন না। আমি নিজেও একজন মনোনয়ন প্রার্থী। আমিও বিএনপি থেকে মনোনয়ন চাইবো, যদি দল আমাকে মনোনয়ন দেয়, আমি নির্বাচন করবো, আর মনোনয়ন না দিলেও আমি বিএনপির জন্য কাজ করবো।

ডাচ্-বাংলা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এন্ড ম্যানেজার মোঃ বেলাল হোসাইনের সভাপতিত্বে ও কুমিল্লা জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটার এ্যাডভোকেট বদিউল আলম সুজনের প্রধান পৃষ্ঠপোষকতায়  মাহফিলে প্রধান মেহমান হিসেবে তাফসির পেশ করেন হাজীগঞ্জ কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আবু নছর আশরাফী।

বিশেষ বক্তার বক্তব্য রাখেন- ঢাকা উত্তরা চাঁনপাড়া সেন্ট্রাল শাহী জামে-মসজিদের খতিব মাওলানা মাকসুদ আল আযমী, ঢাকা বাইতুল আকসা জামে-মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা নাছির উদ্দিন আল-হাছিরী।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক জহিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল কাদের চৌধুরী, মিজানুর রহমান, সমাজসেবক আবুল কালাম, মাহবুব আলম, মোঃ শহিদুল ইসলাম চৌধুরী, মোস্তাকুর রহমান, ফজলুর রহমান, ইব্রাহিম, বিল্লাল হোসেন, আলমগীর হোসেন, হাজীপুরা কৃষি ব্যাংকের সাবেক ম্যানেজার মোঃ শফিকুর রহমান চৌধুরী, সমশেরপুর নুরে মদিনা ক্যাডেট মাদ্রাসার সভাপতি আইয়ুব আলীসহ ব্যক্তিবর্গ।

এদিকে ওইদিন মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের সমশেরপুর গ্রামে নিজ বাড়িতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক সফিকুর রহমান সফিক।












সর্বশেষ সংবাদ
কুমিল্লা তিতাসে রুবেল হত্যার ঘটনায় ৪ জন আটক
জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার সঙ্গে মিয়ানমারের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
বর্ণিল আয়োজনে হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
কুমিল্লায় আইনজীবী আবুল কালাম হত্যা মামলার আসামি গ্রেফতার
কুমিল্লায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
কুমিল্লার ৩৮পরিবারে ‘বিষাদের ঈদ’
কুমিল্লার চান্দিনায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ৩ জন নিহত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২