বৃহস্পতিবার কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দ পুর এলাকা বাসীর আয়োজনে ঈদ পূর্ন মিলনী উপলক্ষে আরাফাত রহমান কোকো স্মৃতি ডাবল হোন্ডা কাপ ফুট বল টুর্নামেন্টে ফাইনাল খেলা গোবিন্দপুর গোমতী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি মোঃ উদবাদুল বারি আবু।
সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী এটিএম মিজানুর রহমান এবং পরিচালনায় ছিলেন ইউনিয়ন বিএনপি সহসভাপতি শাহ আলম, যুবদলের সভাপতি এডভোকেট মোঃ ময়নাল হোসেন, তাজুল ইসলাম মেম্বার।
অনুষ্ঠান উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ময়নামতি মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. নজরুল ইসলাম শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন বর্তমান প্রক্টর মোঃ আবুল বাশার খান, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি এডভোকেট ফারুক আহমেদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদ, সাবেক সড়ক জনপদের নির্বাহী প্রকৌশলী হাজী মোঃ আবুল হোসেন, ময়নামতি ইউনিয়ন বিএনপি সভাপতি অধ্যাপক মোঃ সালাহ উদ্দিন, সহ-সভাপতি মোঃ আমির হোসেন বাদল, পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, ভারেল্লা উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ মজিবুর রহমান ডায়মন্ড, মিজানুর রহমান ভূইয়া, বুড়িচং সদর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আবু নাসের মুন্সী, আবু জাহের শিপু, মোকাম ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ সেলিম হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল নেতা মোঃ বেলায়েত হোসেন বিল্লাল, উপজেলা ছাত্র দলের সভাপতি সাইফ উদ্দিন সবুজ, মাষ্টার মাইন্ড ছাত্র দল নেতা সুমন ভূইয়া বিএসসি, জেলা জাসাসের যুগ্ম আহবায়ক মোঃ রেজাউল করিম রেজা, উপজেলা জাসাসের সভাপতি ফারুক উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম, গিয়াস উদ্দিন এস আই ও এরশাদ হোসেন এরশাদ এস আই প্রমূখ।
আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের নেতা মোঃ শহীদুল্লাহ্, বিএনপি নেতা তারেক মাহমুদ বিথী, ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল জলিল ভূইয়া চৌধুরী,
খেলায় অংশ গ্রহণ করে জাগর গঞ্জ ফুটবল একাডেমি ২-০ গোলে চ্যাম্পিয়ান হয় আর রানার্স আপ হয় হরিপুর সালাম ফুট বল একাদশ। জাগর গঞ্জ ফুটবল একাডেমির পরিচালক ও কোচ মোঃ জাকির হোসেন, সহযোগিতায় ছিল মোঃ শিমুল হোসেন,ভারপ্রাপ্ত ফাতেহা বাদ ইউপি চেয়ারম্যান রুহুল আমিন, পারভেজ হোসেন।
খেলা শেষে বিজয়ী খেলোয়াড়দের হাতে ডাবল হোন্ডা প্রধান অতিথি, প্রধান বক্তা ও সভাপতি হাজী এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান তুলেদেন।