মঙ্গলবার ৮ এপ্রিল ২০২৫
২৫ চৈত্র ১৪৩১
চলে গেলেন ক্রিকেটার জিন্নাহ চৌধুরী
এম কে জাকারিয়া
প্রকাশ: রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ১:১৬ এএম আপডেট: ০৬.০৪.২০২৫ ২:০৭ এএম |



 চলে গেলেন ক্রিকেটার জিন্নাহ চৌধুরী ১ এপ্রিল ভোর সোয়া ছয়টার দিকে মোবাইলটা বাজতে লাগলো অনবরত। ঘুম ভেঙে গেল, ভয়ও পেলাম অসময়ের কল বলে। 
মোবাইলটা হাতে নিয়ে দেখি জিন্নাহ ভাইয়ের মোবাইল থেকে কল আসছে, বুঝতে অসুবিধা হলো না, অর্থাৎ উনি নেই- বলল উনার বড় ছেলের বউ কান্না করে।
উনার সম্পর্কে বলতে গেলে আমাকে কয়েক যুগ, প্রায় ৫০ বছর পিছনে যেতে হবে।
কুমিল্লা শহরের মুরাদপুর এলাকার সম্ভ্রান্ত পরিবারের সন্তান ক্রিকেটার জিন্নাহ চৌধুরী ছিলেন শহরের ক্রিকেটপ্রেমীদের কাছে খুবই পরিচিত মুখ একসময়।
কুমিল্লা জিলা স্কুল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ম্যানেজমেন্ট) প্রাক্তন ছাত্র জিন্নাহ ভাই ছিলেন একজন মিডিয়াম পেস বোলার এবং হার্ড হিটার ব্যাটসম্যান। 
বাসার পাশে কুমিল্লা স্টেডিয়ামে এখনও চোখে ভাসে জিন্নাহ ভাইয়ের খেলা। দেখেছি হাইপাওয়ারের চশমা ফিতা দিয়ে পিছনে বেঁধে দুর্ধর্ষ বলিং ব্যাটিং করতে। এবং বল ডেলিভারি দেয়ার আগে উনার নিজস্ব স্টাইলে হাতটি পেছন দিকে কয়েক সেকেন্ডের জন্য ৯০ ডিগ্রি এঙ্গেলে সোজা করে রাখতেন তিনি। দেখেছি চরহপয যরঃঃবৎ জিন্নাহ ভাইয়ের অসাধারণ ব্যাটিং শহরের বিভিন্ন মাঠে। 
আর জিন্নাহ ভাইকে ক্রিকেটার হওয়ার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা রাখেন উনার বড় ভাই ভিক্টোরিয়া কলেজের প্রয়াত শিক্ষক অধ্যাপক আমীর আলী চৌধুরী সাহেব। 
এছাড়া ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইবংঃ ঊষবাবহ ক্রিকেট টিমের একজন নিয়মিত প্লেয়ার। 
পদচারনা হয়েছে উনার কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকার ফার্স্ট ডিভিশন ক্রিকেট লীগে বেশ দাপটের সাথে। 
ঢাকার মাঠে ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলেছেন তিনি ৭৩ থেকে ৮৩ পর্যন্ত নিয়মিতভাবে, বিভিন্ন ক্লাবের পক্ষ হয়ে। তারমধ্যে অন্যতম হচ্ছে ঢাকা মোহামেডান, ওয়ান্ডারার্স, পিডব্লিউডি, ভিক্টোরিয়া, বাদার্স ইউনিয়ন। 
এমনকি ক্যাপ্টেন ছিলন তিনি ঢাকা ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের।
পেশাগত জীবনেবাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর জেনারেল ম্যানেজার (ঋরহধহপব ্ অপপড়ঁহঃং) হিসাবে অবসর নিয়েছেন তিনি সুনামের সাথে।
শুধু তাই নয় সংস্কৃতিমনা এই ভাইটি একজন গীতিকার এবং সুরকার। হারমোনিয়াম এবং তবলায় সিদ্ধহস্ত জিন্নাহ ভাই সুনাম কুড়িয়েছেন শহরের বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে। 
উনার লেখা এবং সুরকরা গান কুমিল্লা শহরে কয়েকটি স্টেজে গেয়েছেন শহরের স্বনামধন্য শিল্পীরা। 
এমনকি শিশু সংগঠন কুমিল্লা পূর্বাশা কচিকাঁচা মেলার শিশুরা উনার স্বরচিত এবং সুরারোপিত গান গেয়ে থাকে বিভিন্ন প্রোগ্রামে। 
শুধু তাই নয় উনাদের বাড়ীতে উনার দাদা ওস্তাদ জানে আলম চৌধুরী ও পিতা সুলতান আলম চৌধুরী এর আমলে শচিন দেব বর্মন সহ উপমহাদেশের প্রখাত সংগীত শিল্পীদের নিয়মিত সংগীত আসর বসতো। বিশেষ করে কাজী নজরুল ইসলাম কুমিল্লায় উনাদের বাসায় আসরের মধ্যমনি হয়ে গান করতেন।
বঙ্গবন্ধুর সাথে জিন্নাহ ভাইয়ের আছে এক মজার স্মৃতি। উনার মুখ থেকেই শুনা; 
“মুক্তিযুদ্ধের সময় আমি জিলা স্কুলে দশম শ্রেণিতে পড়ি, যুদ্ধের পর জিন্নাহ নামটি নিয়ে আমি খুবই অস্বস্তি অনুভব করতাম বিভিন্ন সময়, বিভিন্ন স্থানে। এদিকে স্বাধীনতার পরপর (৭২ সালে) বঙ্গবন্ধু আসলেন কুমিল্লা শহরে এবং উঠলেন সার্কিট হাউজে। উনাকে সামনাসামনি দেখর জন্য ভিক্টোরিয়া কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক এবং বীর মুক্তিযোদ্ধা আকবর কবির ভাইয়ের সাথে সেখানে গিয়েছিলাম। এবং সুযোগ বুঝে বঙ্গবন্ধুকে সরাসরি বলে ফেললাম আমার নামের অসুবিধাটার কথা এবং অনুরোধ করলাম আমার নামটা পরিবর্তন করে নতুন একটা নাম দিতে। উনি তখন হেসে দিয়ে বললেন তোর বাপের দেয়া নাম আমার পরিবর্তন করা উচিত না। আমি বেশি অনুরোধ করাতে উনি বললেন আমার নাতির নাম জয় দিয়ে দিয়েছি, যা তোর নাম দিলাম ‘বিপ্লব’। ”
এবার আসি খুবই হৃদয় বিদারক একটি প্রসঙ্গে। 
ডায়াবেটিস নিয়ে অবহেলা, গুরুত্ব না দেয়া, সঠিকভাবে না চলার পরিণাম যে কত ভয়াবহ তার অন্যতম উদাহরণ আমাদের জিন্নাহ ভাই।
অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে মাত্র তিন মাসের ব্যবধানে উনার দুটি পা কেটে ফেলতে হয়েছে হাঁটু থেকে। সম্পূর্ণভাবে পঙ্গু জীবনযাপন করতে হয় উনাকে মৃত্যুর দিন পর্যন্ত। 
উনার মত একজন স্পোর্টসম্যান, শিল্পীর করুন পরিণতির কথা মনে হলে চোখের পাতা ভিজে আসে সবার, অথচ এই অবস্থার জন্য দায়ী সম্পূর্ণভাবে তার অনিয়ন্ত্রিত লাইফ স্টাইলই। 
অপরিনামদর্শী জিন্নাহ ভাইয়ের মত কারো জীবন যেন এই ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে না হয় এই কামনা করি মনেপ্রাণে, তার জন্য প্রয়োজন আমাদের সচেতনতা। 
চরম ভুক্তভোগী হিসাবে এই রোগ নিয়ে ন্যূনতম অবহেলা না করতে সবাইকে বারবার অনুরোধ করেছেন তিনি শেষ দিন পর্যন্ত।
পরিশেষে কামনা করছি উনার বিদেহী আত্মার শান্তি।













সর্বশেষ সংবাদ
ড. ইউনূসের আরো স্থায়িত্বের প্রশ্নে কিছু কথা
“সুস্থ সবল অভিযাত্রা, আশান্বিত ভবিষ্যৎ”
স্বাস্থ্য ব্যবস্থাপনার মান উন্নয়ন করতে হবে
বিশ্বজুড়ে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির ডাক
হোমনায় বেড়াতে এসে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘ক্লিন’ ইমেজের প্রার্থী খুঁজছে বিএনপি
কুমিল্লা বিএনপিতে নির্বাচনী প্রস্তুতি
বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও বরুড়ায় বিএনপির নতুন আহ্বায়ক কমিটি
সাবেক মন্ত্রী মুজিবুল হকের বাড়িতে ভাংচুর অগ্নিসংযোগ
ঈদের ছুটিতে কুমিল্লায় সড়কে প্রাণ গেলো ৫ জনের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২