আলমগীর হোসেন, দাউদকান্দি।।
দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
শনিবার
দুপুরে গৌরীপুর বাসস্ট্যান্ডে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী
কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলাম। এসময় হাইওয়ে
পুলিশ সাথে ছিলেন।
বিআরটিএ কর্তৃক নির্ধারিত রেটের চেয়ে অতিরিক্ত ভাড়া
আদায় করায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৩৪ ধারা লঙ্ঘনের দায়ে ৮০ ধারায়
যাত্রীবাহী বাসে ৩ টি মামলায় মোট ১০ হাজার টাকা অর্থদন্ড আরোপ করা হয়।
এছাড়াও
যানবাহনের স্বাভাবিক গতি বজায় রাখতে হাইওয়ের উপর স্থাপিত কাউন্টার অপসারণ
করা হয় এবং নির্ধারিত ভাড়া আদায়ের চার্ট প্রদর্শন নিশ্চিত করা হয়।