নিজস্ব
প্রতিবেদক: ১২ দফা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা নগরীতে লিফলেট বিতরণ
করেছেন জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) বৃহস্পতিবার বিকেলে সংগঠনের কুমিল্লা
মহানগর শাখার আয়োজনে নগরীর টাউন হলের সামনে থেকে শুরু করে নগরীর বিভিন্ন
সড়কে লিফলেট বিতরণ করা হয়। এ সময় লিফলেট বিতরনে অংশ নেন এনসিপির কেন্দ্রীয়
যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওয়াজ,
কেন্দ্রীয় সদস্য সালাউদ্দিন জামিল সৌরভ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
কুমিল্লা মহানগর আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব রাশেদ, নাগরিক কমিটির
কুমিল্লা মহানগর আহ্বায়ক ফজলে এলাহি রুবেল, জাতীয় নাগরিক কমিটির কুমিল্লা
মহানগরের সদস্য ইম্পা ফারহা, জাহিদুল হক আনিক, জাফরিন হক আনন্যা, মুনতাসির
তুষার ,কাজী নাজমুল হক জিসান উপস্থিত ছিলেন।
কর্মসূচি চলাকালে কুমিল্লা
পুলিশ লাইন্স মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব
রিফাত রশিদ বলেন, জুলাই আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীরা এবং পুলিশ কুমিল্লাতেই
প্রথম শিক্ষার্থীদের উপর হামলা করে। তবে আগষ্ট পরবর্তী সময়ে পুলিশ আর কারে
পেটুয়াবাহিনী হিসেবে কাজ করবে না। পুলিশ হবে জনগণের। আর নতুন বাংলাদেশে
আমরা কোন চাঁদাবাজ দেখতে চাই না। যদি তা হয় তাহলে ছাত্র জনতা আবারো তাদের
প্রতিহত করবে।
১২ দফা দাবিগুলোর মধ্যে অন্যতম হলো বিনা ভোটে ও ভোট
কারচুপির মাধ্যমে কেউ ক্ষমতা দখল করতে পারবে না, দুর্নীতির বিরুদ্ধে জিরো
টলারেন্স নীতি গ্রহণ করা হবে, দুর্নীতি ও পাচারের মাধ্যমে জনগণের সম্পদ লুট
হবে না, সিন্ডিকেটের কারসাজিতে দ্রব্যমূল্য বাড়ানো যাবে না, পুলিশ অন্যায়
ভাবে কাউকে আটক হয়রানি ও জুলুম করতে পারবে না, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে
বিদেশী প্রভুদের খবরদারি চলবে না, রাষ্ট্রে নাগরিক বিনা হয়রানিতে আদালতে
ন্যায়বিচার পাবে ইত্যাদি।