রোববার ৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১
বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও বরুড়ায় বিএনপির নতুন আহ্বায়ক কমিটি
প্রকাশ: রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ২:০০ এএম আপডেট: ০৬.০৪.২০২৫ ২:১৩ এএম |




  বুড়িচং,  ব্রাহ্মণপাড়া ও বরুড়ায় বিএনপির নতুন আহ্বায়ক কমিটি নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণপাড়া এবং বরুড়া উপজেলা ও বরুড়া পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায় জাকারিয়া তাহের সুমন ও সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম সাক্ষরিত চিঠির মাধ্যমে প্রতিটি কমিটিতে ৩১ জন্য সদস্য রাখা হয়েছে। বুড়িচং ও ব্রাহ্মণপাড়া এই দুই টি উপজেলা সংসদীয় আসন কুমিল্লা-৫ এবং বরুড়া উপজেলার সংসদীয় আসন কুমিল্লা-৮। 
বিএনপি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সূত্রে জানা গেছে, বুড়িচং উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেন এবং সদস্য সচিব মোঃ কবিরের নাম ঘোষণা করা হয়েছে। ব্রাহ্মণপাড়া উপজেলায় আহবায়ক হাজী মোঃ জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ আলম খোকন এবং সদস্য সচিব হাজী মোঃ আমির হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া বরুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন কায়সার আলম সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রেজাউল হক রেজু এবং সদস্য সচিব হয়েছেন সৈয়দ জহিরুল হক স্বপন। বরুড়া পৌরসভার কমিটিতে আহ্বায়ক হয়েছেন সামছুল হক সর্দার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন মোঃ মফিজুল ইসলাম।  
তিন উপজেলা ও এক পৌরসভায় বিএনপির নতুন আহ্বায়ক কমিটি প্রসঙ্গে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন বলেন, আগামী জাতীয় সংসদের নির্বাচন প্রস্তুতি হিসেবেই আমরা দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন সাংগঠনিক কমিটিগুলো গঠন করছি।  ইতোমধ্যে ৬ উপজেলার এবং তিনটি পৌরসভার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ক্রমান্বয়ে সবগুলো ঘোষণা করা হবে।  
বুড়িচং বিএনপি সূত্রে জানা গেছে,  কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটির নাম শুক্রবার রাতে ঘোষণা করা হয়েছে। উপজেলার এই ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দিয়েছেন শুক্রবার রাতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন এবং সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ভিপি।
আহবায়ক কমিটির আহবায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির সাবেক ৩ বারের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী এটিএম মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেন, সদস্য সচিব হাজী মোঃ কবির হোসেন, যুগ্ম আহবায়ক যথাক্রমে মোঃ হুমায়ুন কবির বাবুল, আবু ইউসুফ তুহিন, মোঃ জাহাঙ্গীর আলম, এড ফারুক আহমেদ, অধ্যক্ষ মোঃ সালাহ উদ্দিন, অধ্যাপক কামরুল হাসান নাসিম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ জহিরুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম, উপজেলা কমিটির সম্মানিত সদস্য যথাক্রমে মোঃ জামাল হোসেন খন্দকার,এড. আ হ ম তাইফুর আলম, ডাঃ মোঃ নজরুল ইসলাম শাহীন,এড মোঃ শরীফুল ইসলাম,মোঃ জয়নাল আবেদীন কন্টাক্ট,মোঃ আব্দুর রহিম, মোঃ জাহাঙ্গীর কাইয়ুম মিন্টু, মোঃ আবু নাসের, এপিপি এড এরশাদুল হক, মোঃ আসাদুজ্জামান মনির, মোঃ বেলায়েত হোসেন বিল্লাল,মোঃ দানিউল হক, আবু হেনা মোস্তফা কামাল মুহুরী,ডাঃ টিপু সুলতান নিমসার, মোঃ জসিম উদ্দিন, মোঃ শরীফুল ইসলাম মেম্বার, মোক্তার হোসেন মিন্টু ও মোঃ আমিন মেম্বার প্রমূখ।
ব্রাহ্মণপাড়া বিএনপি সূত্রে জানা গেছে, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটির নাম শুক্রবার রাতে ঘোষণা করা হয়েছে। উপজেলার এই ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দিয়েছেন শুক্রবার রাতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন এবং সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ভিপি।
কমিটির আহবায়ক হলেন হাজী মো: জসিস উদ্দিন জসিম, সিনিয়র যুগ্ন আহবায়ক শাহআলম খোকন, যুগ্ন আহবায়ক যথাক্রমে মো: মহসিন কবির সরকার, মুবিনুল হক মুবিন, মো: নজরুল ইসলাম, মো: শাহজাহান সাজু, এডভোকেট এম এ মতিন মোল্লা, আনিছুর রহমান ভূইয়া রিপন, এনায়েত করিম ভুঁইয়া, এডভোকেট মনিরুল ইসলাম সরকার, রবিউল্লাহ রবি, সদস্য সচিব হাজী মো: আমির হোসেন,সম্মানিত সদস্যরা হলো যথা ক্রমে, শামসুল আলম চেয়ারম্যান, এডভোকেট কামাল হোসেন, এডভোকেট মমিনুল হক ভুঁইয়া, এনামুল হক মাসুদ, আরিফুর হক ভুঁইয়া, এডভোকেট শাহজাহান ভুইয়া,আবু নাসের খান, জাহাঙ্গীর আলম ভুইঁয়া,শওকত হোসেন ভুঁইয়া, শেখ মোহাম্মদ জাবের, এডভোকেট নাজমুল কবির সবুজ, হাজী আমানত খান, জাকির খান সম্রাট, মোর্শেদ আলম, আব্দুল্লাহ আল মামুন চেয়ারম্যান, আবু সুফিয়ান মিন্টু, আবদুস সাত্তার লিটন, খাইরুল আলম মিন্টু, মনিরুল আলম বাবুলকে সদস্য করে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বরুড়া উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, বরুড়া উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কায়সার আলম সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রেজাউল হক (রেজু), যুগ্ম আহ্বায়ক আবদুল হক, আবদুল মান্নান, হুমায়ুন কবির পাটোয়ারী, জাকির হোসেন, শাহ আলম, মোঃ মোয়াজ্জেম হোসেন (কল্লোল), নূরুল ইসলাম, মোস্তফা কামাল,   সদস্য সচিব সৈয়দ জহিরুল হক স্বপন, সদস্য জাকারিয়া তাহের (সুমন), এডভোকেট খায়রুল এনাম খাঁন তৌফিক, আলহাজ্ব জুনাব আলী, এডভোকেট নাজমুস সাদাত সাধন,মোজাম্মেল হক (মজু) , রফিকুল ইসলাম, অহিদুজ্জামান ভূঁঞা (নান্নু), ওমর ফারুক, মহিউদ্দিন মজুমদার (বাবুল), আমির হোসেন ভূঁঞা, আবু বকর মোঃ শাহ আলম, আবুল খায়ের, মোজাম্মেল হক ভূঞা, আবদুর রব , শাহিনা মমতাজ, রুহুল আমিন, এডভোকেট জহির উদ্দিন স্বপন, প্রফেসর মিজানুর রহমান, বাবুল হোসেন, মশিউর রহমান চৌধুরী (মহসিন)। 


বরুড়া পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটিকে আছেন, আহ্বায়ক সামছুল হক সর্দার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান,  যুগ্ম আহ্বায়ক আবু হানিফ মেম্বার, কাজী রফিকুল ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন গাজী, সাব্বির আহমেদ শিব্বির, তাপস লাল দত্ত, মোস্তফা জামান হানিফ, মোঃ মোবারক হোসেন, মোঃ আবুল কালাম। সদস্য সচিব মোঃ মফিজুল ইসলাম;  সদস্য হারুনুর রশিদ চৌধুরী, জহিরুল ইসলাম, শাহ আলম চৌধুরী, বাবুল পাটোয়ারী, আবদুল লতিফ, মোঃ ফরিদ উদ্দিন, মোঃ ফরিদ মিয়া, ফজলুল হক, মাওলানা আবুল হাসান, মিন্নত আলী, তরিকুল ইসলাম, মিসির আলী সর্দার, মোঃ আক্তার হোসেন, আবদুল খালেক, সফিক উল্যাহ শাহ , হাফেজ রবিউল , মোঃ আবুল কাশেম, রফিকুল ইসলাম, মমতাজ মিয়া, রাজিব দত্ত। 













সর্বশেষ সংবাদ
লালমাইয়ে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ
‘ক্লিন’ ইমেজের প্রার্থী খুঁজছে বিএনপি
কুমিল্লায় ঈদুল ফিতরের লম্বা ছুটিতেও পরিবার পরিকল্পনা কার্যক্রম বন্ধ হয়নি
সাবেক মন্ত্রী মুজিবুল হকের বাড়িতে ভাংচুর অগ্নিসংযোগ
কুমিল্লা বিএনপিতে নির্বাচনী প্রস্তুতি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
বর্ণিল আয়োজনে হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী
কুমিল্লা বিএনপিতে নির্বাচনী প্রস্তুতি
কুমিল্লা তিতাসে রুবেল হত্যার ঘটনায় ৪ জন আটক
বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও বরুড়ায় বিএনপির নতুন আহ্বায়ক কমিটি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২