রণবীর ঘোষ কিংকর।
সড়কে
কেঁড়ে নিয়েছে অনেক পরিবারের আনন্দের ঈদ। পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দঘন
মুহুর্তে অনেক পরিবারে বিশাদে রূপ নিয়েছে। ঈদের ছুটিতে কুমিল্লার চান্দিনা
উপজেলায় পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় ৪জন এবং সদর দক্ষিণ উপজেলায় ১জন মোটরসাইকেল
আরোহী নিহত হয়। চান্দিনার সড়ক দুর্ঘটনায় আহত হয় অন্তত ২৫জন। এছাড়া
মহাসড়কের দাউকান্দিতে বাস দুর্ঘটনায় ২০, শহীদ নগর এলাকায় মোটরসাইকের
দুর্ঘটনায় ১জন, আমিরাবাদ এলাকায় প্রাইভেটকার উল্টে ২জন, আলেখারচর বিশ^রোড
এলাকায় ২জন ও মেঘনায় পিকআপ মোটরসাইকেল দুর্ঘটনায় ১জন আহত হয়।
মঙ্গলবার
(১ এপ্রিল) সন্ধ্যা ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার পালকি
সিনেমা হল সংলগ্ন ইন্দ্রারচর এলাকায় যাত্রবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে
বৈদ্যুতিক খুঁটি ও গাছের সাথে ধাক্কা লেগে ৩জন নিহত হয়। ওই ঘটনায় আহত হয়
অন্তত ২৫জন।
ঈদের দিন (৩১ মার্চ) সকালে মহাসড়কের চান্দিনার কাঠেরপুল
এলাকায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক বিভাজনে ধাক্কা লেগে উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই পিকআপ চালক সাইফুল ইসলাম (৩৫) নিহত হয়।
বাস দুর্ঘটনায়
নিহতরা হলেন- নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের তোবারক
উল্লাহ’র ছেলে আব্দুল্লাহ রাসেল (২৬), বাসের সুপার ভাইজার কুমিল্লার
নাঙ্গলকোট উপজেলার শাকতলী গ্রামের হারুনুর রশিদ এর ছেলে ফরহাদ হোসেন (২৯) ও
দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়নের সাহারপাড় গ্রামের মৃত আব্দুল হালিম এর
ছেলে সেলিম মিয়া (৪৫) এবং পিকআপ দুর্ঘটনায় নিহত সাইফুল ইসলাম ভোলা জেলার
চরফ্যাশন উপজেলার উত্তর চরমাদ্রাজ গ্রামের আবেদ আলীর ছেলে।
স্থানীয়
সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা তিশা প্লাস (ঢাকা
মেট্রো-ব-১৫-৮৬৮২) পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের
চান্দিনার ইন্দ্রারচর এলাকায় বৈদ্যুতিক খুঁটি ও গাছের সাথে ধাক্কা লেগে
দুমড়ে মুচড়ে যায়। এ সময় বাসের সুপারভাইজার পিষ্ট হয়ে ঘটনাস্থলে এবং দুই
যাত্রীকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মারা যায়। হাইওয়ে
পুলিশ, সেনা বাহিনী, চান্দিনা থানা পুলিশ ও চান্দিনা ফায়ার সার্ভিস প্রায়
দুই ঘন্টার উৎদ্ধার তৎপরতা চালায়। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো
হয়। তাদের মধ্যে অন্তত ৭জনের অবস্থা আশঙ্কা জনক।
চান্দিনা ফায়ার
সার্ভিসের স্টেশন মাস্টার লিডার বাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,
হতাহতদের উদ্ধার করে হাসপতালে পাঠানো হয় দুর্ঘটনার কবলিত গাড়িটি উদ্ধার করে
হাইওয়ে ফাঁড়িতে পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশ ইলিয়টঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস.আই) মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
সোমবার
ঈদের দিন রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলা লালবাগ এলাকায়
অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিয়াম নামে ২০ বছরের এক যুবক নিহত হয়েছে। নিহত সিয়াম
মুরাদনগর উপজেলার মিজানুর রহমানের ছেলে।
মিয়াবাজার হাইওয়ে ক্রসিং থানা ও ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশ মরদেহ এবং দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল গুলো উদ্ধার করেন।
মহাসড়কের
দাউদকান্দিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মুক্তিযুদ্ধের
স্মৃতিস্তম্ভে ধাক্কা গেলে বাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে অন্তত ২০
যাত্রী আহত হয়।
বুধবার (২ এপ্রিল) সকাল ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোড ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাস
যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লাগামী এশিয়া লাইন বাসটির চালক
শুরু থেকে বেপরোয়া গতিতে ছুটে চলে। বাসটি দাউদকান্দি বিশ্বরোড ঈদগাহ এলাকায়
হালকা বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে মুক্তিযুদ্ধের
স্মৃতিস্তম্ভে আঘাত করে। এসময় সড়কে অপেক্ষামান কয়েক পথচারী সহ বাসের প্রায়
২০ যাত্রী আহত হয়। আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা
দেওয়া হয়। এরমধ্যে একজন নারীকে আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।
দাউদকান্দি
হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ নূরুল আফসার জানান, এ ঘটনায় কেউ মারা না
গেলেও কয়েকজন মারাত্মক আহত হয়। একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা
হয়েছে। বাস চালক পলাতক রয়েছে।
একই দিন একই মহাসড়কের দাউদকান্দি শহীদনগর
এলাকায় মোটরসাইকেল ধাক্কায় এক বৃদ্ধ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার
করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এছাড়াও গৌরীপুর-কচুয়া সড়কের
আমিরাবাদ এলাকায় দুটি মোটরসাইকেল ও অটোরিক্সার সংঘর্ষে ৪ জন আহত হয়।
দুপুরে
কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা গ্রামের সংলগ্ন রাস্তায় পিকআপ ভ্যানের
সাথে সংঘর্ষে মোটরসাইকেল ১ আরোহী গুরুতর আহত হয়। ঈদের দিন সকালে মহাসড়কের
আমিরাবাদ বাসস্ট্যান্ডে কুমিল্লামুখী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে
খাদে পড়ে যায়। এতে দুই প্রবাসী গুরুতর আহত হয়।
এছাড়াও শুক্রবার সকালে কুমিল্লার আলেখারচর এলাকায় সড়ক প্রাইভেটকারের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছে।