রোববার ৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১
কুমিল্লা বিএনপিতে নির্বাচনী প্রস্তুতি
সবগুলো ইউনিটকে শক্তিশালী করতে চাই: জাকারিয়া তাহের সুমন
জহির শান্ত
প্রকাশ: রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ২:০০ এএম আপডেট: ০৬.০৪.২০২৫ ২:১৩ এএম |



কুমিল্লা বিএনপিতে নির্বাচনী প্রস্তুতি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নামছে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি। এরই অংশ হিসেবে ঘোষণা করা হচ্ছে সাংগঠনিক কমিটিগুলো। ইতোমধ্যে কুমিল্লা দক্ষিণ জেলার আওতাধীন ৬টি উপজেলা এবং তিনটি পৌরসভার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ক্রমান্বয়ে সবগুলো কমিটি ঘোষণা করা হবে এবং এসব কমিটি এক থেকে দেড় মাসের মধ্যে পূর্ণাঙ্গ করা হবে বলে জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতৃত্ব।
জানা গেছে, সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন এবং সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের নেতৃত্বাধীন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি দলকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকটি উপজেলা ও পৌরসভার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসব সম্মেলনে উঠেছে কমিটি গঠনের মাধ্যমে দলকে একটি শক্তিশালী ভীতে পৌঁছানোর বিষয়টি। যেনো আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ বিএনপি মাঠে নামতে পারে। সেই লক্ষ্যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভা, চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা, বরুড়া উপজেলা ও পৌরসভা, বুড়িচং উপজেলা, ব্রাহ্মণপাড়া উপজেলা এবং মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ঘোষণা করা হয়েছে। বাকী কমিটিগুলোও শীঘ্রই ঘোষণা করা হবে।
বিএনপির শীর্ষ নেতৃত্ব বলছে, চলতি বছরের ডিসেম্বরে কিংবা আগামী বছরে জুনে- যে সময়ই নির্বাচন হোক না কেনো; বিএনপি সবসময়ই প্রস্তুত থাকতে চায়। সে লক্ষ্যেই কমিটিগুলো দ্রুত ঘোষণা করে মাঠ গোছানোর কাজটি সেরে ফেলতে চান তারা। এজন্য প্রাথমিক পর্যায়ে উপজেলা ও পৌরসভার কমিটি ঘোষণা হচ্ছে। এরপর্য পর্যায়ক্রমে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের কমিটি গঠনে তৃণমূল বিএনপিকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করা হবে।
একই চিত্র কুমিল্লা মহানগর বিএনপিতে। সম্প্রতি বিশাল সম্মেলনের মাধ্যমে নির্বাচনী কাউন্সিল করে উদবাতুল বারী আবু, ইউসুফ মোল্লা টিপু এবং রাজিউর রহমান রাজিবের নেতৃত্বাধীন কুমিল্লা মহানগর বিএনপির আংশিক কমিটি নির্বাচিত হয়। এর আগে ২৭টি ওয়ার্ডের প্রতিটিতে জাঁকঝমকপূর্ণ সম্মেলনের মাধ্যমে এসব ওয়ার্ডে বিএনপির কমিটি ঘোষণা করা হয়। এছাড়া মহানগরীর আওতাধীন অঙ্গ ও সহযোগী সংগঠনেরও কিছু কমিটি করা হয়েছে। বাকীগুলোও দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে বলে জানা গেছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবেই আমরা দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন সাংগঠনিক কমিটিগুলো গঠন করছি। ইতোমধ্যে ৬টি উপজেলা এবং তিনটি পৌরসভার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ক্রমান্বয়ে সবগুলো কমিটি ঘোষণা করা হবে এবং এসব কমিটি এক থেকে দেড় মাসের মধ্যে পূর্ণাঙ্গ করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই আমরা আমাদের সবগুলো ইউনিটকে শক্তিশালী করতে চাই। যেনো পূর্ণ শক্তি ও উদ্যমতা নিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা যায়।
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, নির্বাচনের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত আছি। এরই মধ্যে মহানগর বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সবগুলো ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে। অঙ্গসহযোগী সংঠনেরও অধিকাংশ কমিটি করা হয়েছে। কিছু কমিটি বাকী আছে, সেগুলোও দ্রুত গঠন করা হবে। যখনই নির্বাচন হবে কুমিল্লা মহানগর বিএনপি পুরোদমে মাঠে নামবে।


















সর্বশেষ সংবাদ
লালমাইয়ে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ
‘ক্লিন’ ইমেজের প্রার্থী খুঁজছে বিএনপি
কুমিল্লায় ঈদুল ফিতরের লম্বা ছুটিতেও পরিবার পরিকল্পনা কার্যক্রম বন্ধ হয়নি
সাবেক মন্ত্রী মুজিবুল হকের বাড়িতে ভাংচুর অগ্নিসংযোগ
কুমিল্লা বিএনপিতে নির্বাচনী প্রস্তুতি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
বর্ণিল আয়োজনে হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী
কুমিল্লা বিএনপিতে নির্বাচনী প্রস্তুতি
কুমিল্লা তিতাসে রুবেল হত্যার ঘটনায় ৪ জন আটক
বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও বরুড়ায় বিএনপির নতুন আহ্বায়ক কমিটি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২