নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামে সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হকের গ্রামের বাড়িতে হামলা ও ভাংচুর করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলার বসুয়ারা গ্রামের বাড়িতে ১০/১২ জনের একটি দল মুজিবুল হকের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে বলে জানা গেছে। এ খবর ছড়িয়ে পড়ার পর দ্বিতীয় দফায় প্রায় দুই শতাধিক মানুষ জড়ো হয়ে ফের তার বাড়িতে হামলার চালিয়ে ভেতরে থাকা মালামাল ভাংচুর ও অগ্নিসংযোগ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে মুজিবুল হকের একটি নিকটাত্মীয়ের সাথে কথা কাটাকাটির পর আসর নামাজের কিছুক্ষণ পূর্বে স্থানীয় ১০/১২ জন ব্যক্তি বাড়িটিতে হামলা চালিয়ে ভাংচুর করে। পরবর্তীতে সন্ধ্যার কিছুপূর্বে প্রায় দুই শতাধিক মানুষ জড়ো হয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে ভেতরে থাকা চেয়ার-টেবিলসহ ঘরের সমস্ত আসবাব ভাংচুর করে এক পর্যায়ে আগুন লাগিয়ে দেয়। এসময় একটি মোটরসাইকেলও আগুন লাগিয়ে জ¦ালিয়ে দেওয়া হয় বলে জানা গেছে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, সাবেক এমপির বাড়িতে হামলা ও ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে অবস্থান করছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি কে বা কারা এই ঘটনার সাথে জড়িত।