সোমবার ৭ এপ্রিল ২০২৫
২৪ চৈত্র ১৪৩১
কুমিল্লায় ঈদুল ফিতরের লম্বা ছুটিতেও পরিবার পরিকল্পনা কার্যক্রম বন্ধ হয়নি
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ১১:০১ এএম |

কুমিল্লায় ঈদুল ফিতরের লম্বা ছুটিতেও পরিবার পরিকল্পনা কার্যক্রম বন্ধ হয়নিপবিত্র ঈদুল ফিতরের লম্বা ছুটিতেও সেবা কার্যক্রম বন্ধ ছিলনা কুমিল্লার আদর্শ  সদর উপজেলার পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র।  গত ২৮ মার্চ থেকে পবিত্র ঈদুল ফিতরের বন্ধ থাকলেও সকল সেবা চালু রেখেছে এই অফিসটি।

এই সময়ে উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সমূহে বেশ কিছু নরমাল ডেলিভারি সেবা প্রদান করা হয়। তার মধ্য  রাজদেবী মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ১২ টি নরমাল ডেলিভারি হয়েছে।   তাছাড়া সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার  কেন্দ্রে প্রসব পরবর্তী ও পূর্ববর্তী সেবা এবং সেবা গ্রহীতার চাহিদা অনুসারে পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবাও প্রদান করা হচ্ছে  বিনামূল্যে । সেবা গ্রহীতারা ঈদের ছুটি চলাকালীন আন্তরিকতার সাথে জরুরি সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহা-পরিচালকের নির্দেশনা  মোতাবেক কুমিল্লা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক স্বপন কুমার শর্মা, সহকারি পরিচালক (প.প.) মো. মাহবুব হাসান ভূঁইয়া ও সহকারি পরিচালক (সি.সি.) ডা. মো. মনজুর মোর্শেদ রিপন এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদুল ফিতরের ছুটি চলাকালীন সকল জরুরি সেবা চালু রেখেছেন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।

জানা গেছে, গত ২৮ মার্চ থেকে ঈদুল ফিতরের ছুটি চলমান থাকলেও গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্যসেবা ও কিশোর কিশোরী সেবাসহ গ্রহীতার চাহিদা অনুসারে পরিবার পরিকল্পনা সেবা চালু রয়েছে কেন্দ্রগুলোতে।

উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন মিয়া বলেন, মা ও শিশু যাতে সার্বক্ষণিক সেবা পান সে লক্ষ্যেই আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তিনি ও মেডিক্যাল অফিসার (এমওএমসিএইচ-এফপি) ডা: শুভ্র পালিতসহ সকলেই কাজ করছি  কারণ সবার ঊর্ধ্বে মানব সেবা। আমাদের কর্মীরা সব সময় সেবা দিতে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।  সেবা গ্রহীতারা ঈদের ছুটিতে সেবা পেয়ে তারা সন্তুষ্ট। ঈদের এই আনন্দঘন মুহূর্তগুলো যারা পরিবাবের সঙ্গে উদযাপন না করে অজানা অচেনা মানুষদের সঙ্গে সর্বক্ষণ ভাগাভাগি করে নিতে অভ্যস্থ তারা আমাদের পরিবার পরিকল্পনার কর্মী। এমন এক পরিবাবের সদস্য হতে পেরে তিনি গর্বিত এবং আনন্দিত বলে জানান। 












সর্বশেষ সংবাদ
ড. ইউনূসের আরো স্থায়িত্বের প্রশ্নে কিছু কথা
“সুস্থ সবল অভিযাত্রা, আশান্বিত ভবিষ্যৎ”
স্বাস্থ্য ব্যবস্থাপনার মান উন্নয়ন করতে হবে
বিশ্বজুড়ে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির ডাক
হোমনায় বেড়াতে এসে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘ক্লিন’ ইমেজের প্রার্থী খুঁজছে বিএনপি
কুমিল্লা বিএনপিতে নির্বাচনী প্রস্তুতি
বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও বরুড়ায় বিএনপির নতুন আহ্বায়ক কমিটি
সাবেক মন্ত্রী মুজিবুল হকের বাড়িতে ভাংচুর অগ্নিসংযোগ
ঈদের ছুটিতে কুমিল্লায় সড়কে প্রাণ গেলো ৫ জনের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২