প্রকাশ: রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ১১:০১ এএম |

পবিত্র ঈদুল ফিতরের লম্বা ছুটিতেও সেবা কার্যক্রম বন্ধ ছিলনা কুমিল্লার আদর্শ সদর উপজেলার পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র। গত ২৮ মার্চ থেকে পবিত্র ঈদুল ফিতরের বন্ধ থাকলেও সকল সেবা চালু রেখেছে এই অফিসটি।
এই সময়ে উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সমূহে বেশ কিছু নরমাল ডেলিভারি সেবা প্রদান করা হয়। তার মধ্য রাজদেবী মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ১২ টি নরমাল ডেলিভারি হয়েছে। তাছাড়া সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রে প্রসব পরবর্তী ও পূর্ববর্তী সেবা এবং সেবা গ্রহীতার চাহিদা অনুসারে পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবাও প্রদান করা হচ্ছে বিনামূল্যে । সেবা গ্রহীতারা ঈদের ছুটি চলাকালীন আন্তরিকতার সাথে জরুরি সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহা-পরিচালকের নির্দেশনা মোতাবেক কুমিল্লা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক স্বপন কুমার শর্মা, সহকারি পরিচালক (প.প.) মো. মাহবুব হাসান ভূঁইয়া ও সহকারি পরিচালক (সি.সি.) ডা. মো. মনজুর মোর্শেদ রিপন এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদুল ফিতরের ছুটি চলাকালীন সকল জরুরি সেবা চালু রেখেছেন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।
জানা গেছে, গত ২৮ মার্চ থেকে ঈদুল ফিতরের ছুটি চলমান থাকলেও গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্যসেবা ও কিশোর কিশোরী সেবাসহ গ্রহীতার চাহিদা অনুসারে পরিবার পরিকল্পনা সেবা চালু রয়েছে কেন্দ্রগুলোতে।
উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন মিয়া বলেন, মা ও শিশু যাতে সার্বক্ষণিক সেবা পান সে লক্ষ্যেই আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তিনি ও মেডিক্যাল অফিসার (এমওএমসিএইচ-এফপি) ডা: শুভ্র পালিতসহ সকলেই কাজ করছি কারণ সবার ঊর্ধ্বে মানব সেবা। আমাদের কর্মীরা সব সময় সেবা দিতে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। সেবা গ্রহীতারা ঈদের ছুটিতে সেবা পেয়ে তারা সন্তুষ্ট। ঈদের এই আনন্দঘন মুহূর্তগুলো যারা পরিবাবের সঙ্গে উদযাপন না করে অজানা অচেনা মানুষদের সঙ্গে সর্বক্ষণ ভাগাভাগি করে নিতে অভ্যস্থ তারা আমাদের পরিবার পরিকল্পনার কর্মী। এমন এক পরিবাবের সদস্য হতে পেরে তিনি গর্বিত এবং আনন্দিত বলে জানান।