বুধবার ৯ এপ্রিল ২০২৫
২৬ চৈত্র ১৪৩১
ভিনির পেনাল্টি মিসে রিয়ালের শিরোপা হাতছাড়া হওয়ার পথে
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ১২:৫৪ এএম আপডেট: ০৭.০৪.২০২৫ ১:৫২ এএম |

 ভিনির পেনাল্টি মিসে রিয়ালের শিরোপা হাতছাড়া হওয়ার পথে



ইউরোপের শীর্ষ পাঁচ লিগের প্রায় সবারই শিরোপা নিশ্চিত। চরম উত্তেজনা বিরাজ করছে কেবল স্প্যানিশ লা লিগায়। প্রথমদিকে অ্যাতলেটিকো মাদ্রিদ শিরোপার দৌড়ে  থাকলেও, এখন সেই লড়াই কেবল রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার মাঝে।
এরই মাঝেই ৪ পয়েন্টের ব্যবধান তৈরি হয়েছে বার্সা ও রিয়ালের মাঝে। ব্যবধানটা  ৬ পয়েন্টে উন্নীত করার সুযোগ তৈরি করে দিয়েছিল রিয়ালই। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি বার্সা।
শনিবার (৫ মার্চ) রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ মুহূর্তের গোলে তলানির দল ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরে বসেছে রিয়াল। মৌসুমের শেষ মুহূর্তের এই হারে কপালে হাত লস ব্ল্যাঙ্কসদের। আর মাত্র ৮ লেগ বাকি। এর মাঝে এই ব্যবধান ঘোচানো বেশ চ্যালেঞ্জিং।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে পূর্ণ শক্তির একাদশ নিয়েই মাঠে নামে রিয়াল। পুরো ম্যাচ শুরু থেকেই প্রভাব বিস্তার করে তারা। কিন্তু গোল পাইনি, উল্টো গোল হজম করে দুবার।
ম্যাচের ১৩তম মিনিটটা অশুভ হয়েই এসেছিল স্বাগতিকদের জন্য। পেনাল্টি মিস করেন ভিনিসিয়ুস জুনিয়র। এর ২ মিনিট পরই পিছিয়ে যায় মাদ্রিদের সাদার। ভ্যালেন্সিয়াকে এগিয়ে দেয়া গোলটি করেন মুকতার দিয়াকাবি। বিরতির পর খেলা শুরু হলে পঞ্চম মিনিটেই ভিনিসিয়ুসের গোলে সমতায় ফেরে রিয়াল। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে হুগো দুরোর গোলে রিয়ালকে হারিয়ে দেয় ভ্যালেন্সিয়া।
এ জয়ে ৩০ ম্যাচ শেষে ৩৪ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে রয়েছে ভ্যালেন্সিয়া। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে রিয়ালের অর্জন ৬৩ পয়েন্ট। ৩০ ম্যাচে বার্সার পয়েন্ট ৬৭।














সর্বশেষ সংবাদ
কুমিল্লায় চমক নিয়ে আসছে জাতীয় নাগরিক পার্টি
এনআইডি সার্ভারে মৃতের তালিকায় জীবিত কুমিল্লার ১৮ জন
কুমিল্লায় কেএফসি ভাংচুরের ঘটনায় তিনজন গ্রেফতার
বয়কটের নামে পণ্য লুটপাটকারীদের পুলিশে দেওয়ার আহবান
কুমিল্লা কারাগারে জুতার সোল্ডে করে হাজতীকে গাঁজা সরবরাহের সময় এক দর্শনার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান শরীফ গ্রেপ্তার
কুমিল্লায় কেএফসি ভাংচুরের ঘটনায় তিনজন গ্রেফতার
কুমিল্লা কারাগারে জুতার সোলে করে হাজতীকে গাঁজা সরবরাহের সময় এক দর্শনার্থী আটক
বিক্ষোভে উত্তাল কুমিল্লা
কুমিল্লায় পহেলা বৈশাখ ও চৈত্র সংক্রান্তি উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২