স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়ন জামায়াত ইসলামীর উদ্যোগে গত শুক্রবার হোসেনপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
ইউপি আমীর মু: মোমিনুল ইসলাম মজুমদার এর সভাপতিত্বে ও সেক্রেটারি মু: শাহাদাত হোসেন শাহীন সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট) নির্বাচনী এলাকার জামায়াতে ইসলামী মনোনিত পদপ্রার্থী ও জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াসিন আরাফাত।
উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর সেক্রেটারি মু. মাহবুবুর রহমান, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আমীর মু. মিজানুর রহমান, জাময়াতের কুমিল্লা মহানগর কর্মপরিষদ সদস্য মু. শাহাদাত হোসেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় অঞ্চলের জামায়াতের সেক্রেটারি মু. আনোয়ার হোসেন, বিজয়পুর ইউপি নায়েবে আমীর মাওলানা আবদুল কাদের জিলানী, অর্থ ও প্রকাশনা সম্পাদক মু. মাজেদুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক মো. মোবারক হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মু. খায়রুল হাসান মাছুমসহ বিভিন্ন ওয়ার্ডের জামায়াতের সভাপতি ও সেক্রেটারিসহ অন্যান্য নেতৃবৃন্দ ও শিবিরের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।