কুমিল্লায়
কিশোরীকে ডেকে নিয়ে অচেতন করে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ২৭ মার্চের এ
ঘটনায় রোববার রিয়াজুল হক হামীম নামে এক তরুণকে প্রধান আসামি করে বুড়িচং
থানায় মামলা করেছে ভুক্তভোগী।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, হামীমের
সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। এই সূত্রে ২৭ মার্চ রাতে মোবাইল
ফোনে কল করে তাকে দেখা করতে বলে হামীম। তার কথামতো ওই কিশোরী ঘর থেকে বের
হয়ে বাড়ির পাশে যায়। সেখানে কথা বলার একপর্যায়ে তাকে কৌশলে পাশের মাছের
খামার পাহারার ঘরে নিয়ে যায় হামীম এবং পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে
খাওয়ানোর পর তাকে ধর্ষণ করে।
ভুক্তভোগীর পরিবার জানান, মেয়ের কাছে
বিস্তারিত শুনে হামীমের পরিবারকে বিষয়টি জানানো হয়। তারা হামীমের সঙ্গে ওই
কিশোরীর বিয়ের আশ্বাস দেয়। ঈদুল ফিতরের পর বিষয়টি সমাধানের কথা ছিল। কিন্তু
এরই মধ্যে হামীম ও তার পরিবারের লোকজন এলাকা ছেড়ে গেছে।
বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, হামীম ও তার পরিবারের তিনজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।