নিজস্ব
প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা উপদেষ্টা ও কুমিল্লা দক্ষিণ
জেলা বিএনপির সাবেক আহবায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেছেন, এই দেশটা
আমাদের সকলের। আমরা আগামী প্রজন্মকে এই দেশটাকে নিরাপদ বাংলাদেশ হিসেবে
উপহার দিয়ে যেতে চাই। আগামী দিনে যে শিশু জন্মগ্রহণ করবে তাদেরকে একটা
নিরাপদ কুমিল্লা উপহার দিতে আমি কাজ করছি ।
৬ এপ্রিল রোববার সন্ধ্যায়
কুমিল্লা ধর্মসাগর পাড়স্থ বিএনপির কার্যালয়ের সামনে সনাতন ধর্মাবলম্বীদের
সম্মানে ঈদ শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজ আয়োজনে বিএনপির চেয়ারপারসনের
উপদেষ্টা হাজী ইয়াছিন এসব কথা বলেন।
তিনি বলেন, মাইনরিটি আমি মানি না।
মাইনরিটি বলতে কোন শব্দ নেই। আমি ডিসি অফিসে কিছুদিন আগে বলেছিলাম মাইনরিটি
শব্দটি উচ্চারণ বন্ধ করেন। মাইনরিটি শব্দটি উচ্চারণ করা মানে, কাউকে ছোট
করা বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, গত দুর্গাপূজার সময় আমি
আপনাদের ৬৬ টি পূজা মন্ডপ পরিদর্শন করেছি । আমি আপনাদের বলেছিলাম আপনারা
আমাকে পুজোয় দাওয়াত করেছেন । আমিও আগামী ঈদে আপনাদের দাওয়াত করব। আমি আমার
কথা রেখেছি। আপনারা সবাই এসেছেন আপনার প্রতি কৃতজ্ঞতা।
তিনি বলেন, কিছু
লোক বলে হিন্দুদের উপরে আক্রমণ করা হয়। আমি মনে করি কিছু ধান্দাবাজি তাদের
নিজেদের স্বার্থ হাসিল করার জন্য এ ধরনের কথাবার্তা বলে। একটু খেয়াল করলে
দেখবেন। প্রতিটি অঘটনের পিছনে একটা দুষ্ট লোকদের হাত আছে ।
সনাতন
ধর্মাবলম্বীদের সম্মানে ঈদ শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজ অনুষ্ঠানে বক্তব্য
রাখেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক
ইউসুফ মোল্লা টিপু, শ্যামল কৃষ্ণ সাহা, শ্যামল কুমার সাহা, লিটন পাল, কিশোর
দেবনাথ, তপু চৌধুরী, জয়ন্ত দেবনাথ, দিলীপ, অচিন্ত দাস টিটু, ডাঃ বনশ্রী
সাহা , কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল কাইয়ুম, আদর্শ
সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সফিউল আলম রায়হানসহ কুমিল্লার সনাতন
ধর্মাবলম্বীরা।