মঙ্গলবার ৮ এপ্রিল ২০২৫
২৫ চৈত্র ১৪৩১
চান্দিনায় এসএসসি পরীক্ষা কেন্দ্রের ১শ’গজের মধ্যেই অবৈধ বাণিজ্য মেলা!
রণবীর ঘোষ কিংকর।
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ১:০৪ এএম আপডেট: ০৭.০৪.২০২৫ ১:৫৫ এএম |


 চান্দিনায় এসএসসি পরীক্ষা  কেন্দ্রের ১শ’গজের মধ্যেই অবৈধ বাণিজ্য মেলা!
দরজায় কড়া নাড়ছে ২০২৫ সালের এসএসসি পরীক্ষা। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী ১০ এপ্রিল থেকে সারা দেশের ন্যায় কুমিল্লা বোর্ডেও পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসএসসি পরীক্ষাকে সামনে রেখে কুমিল্লার চান্দিনায় পরীক্ষা কেন্দ্রের ১শ গজের মধ্যে অবৈধ বাণিজ্য মেলা চলছে। ঈদের পর থেকে স্থানীয় প্রশাসন মেলা বন্ধের জন্য নির্দেশ দিলেও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে মেলার কার্যক্রম। 
রবিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর অভিযান পরিচালনা করে এক্সকাভেটরে মেলার প্রধান ফটক গুড়িয়ে দিয়ে মেলা বন্ধের নোটিশ দেন। 
এদিকে প্রশাসনের অভিযানের এক ঘন্টা পর আবারও স্বরূপে ফিরে মেলার কার্যক্রম। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় মেলার আয়োজক কমিটি প্রশাসনের নির্দেশ অমান্য করে মেলা কার্যক্রম পরিচালনা করে চলছে। এতে হতভম্ব হয়ে পড়েছে সচেতন মহল। 
খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০-এর ৫ নম্বর ধারা অনুযায়ী, ‘খেলার মাঠ অন্য কোনোভাবে ব্যবহার বা অনুরূপ ব্যবহারের জন্য ভাড়া, ইজারা বা অন্য কোনো ভাবে হস্তান্তর করা যাবে না’। এ আইন লঙ্ঘনে অনধিক পাঁচ বছরের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় সাজার বিধান আছে। 
সরকারি এই নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ফেব্রুয়ারি মাসের শেষ দিকে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মাস ব্যাপী তাঁতবস্ত্র, কুটির শিল্প মেলা নামে এই বাণিজ্য মেলার অনুমতি দেয় জেলা প্রশাসন। প্রশাসনের ওই অনুমতির ফলে প্রতিবছরের ন্যায় এবারের মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়নি এই মাঠে। জেলা প্রশাসনের সেই অনুমতি অনুযায়ী ৫ এপ্রিল মেলাটি বন্ধ হওয়ার কথা থাকলেও অদ্যবধি অবৈধ ভাবে মেলা চলছে। প্রশাসনের অনুমতির মেয়াদ শেষে রবিবার মেলাটি বন্ধ করে স্থানীয় প্রশাসন। 
চান্দিনার জ্যেষ্ঠ ফুটবলার জুয়েল ভূইয়া জানান, চান্দিনা সদরের একমাত্র খেলার মাঠ এটি। প্রায় দেড় মাস ধরে মেলা চলার কারণে স্থানীয় ফুটবল ও ক্রিকেট খেলোয়াররা অনুশীলন করতে পারছে না। যে কারণে আমাদের টিমের সদস্যরা ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে। এছাড়া খেলার মাঠে এমন মেলার আয়োজনে মাঠের পরিবেশ ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। মাঠে ছোট-বড় গর্ত, তারকাটা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এতে খেলোয়ারদের যে কোন বড় ধরণের শারীরিক ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে। দ্রুত মেলা বন্ধ করে মাঠে খেলার পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি। 
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন- ২দিন পরই এসএসসি পরীক্ষা। প্রশাসনের নির্দেশে পরীক্ষা কেন্দ্রের ৪শ গজ এলাকায় ১৪৪ ধারা জারি থাকে, সেখানে ১শ গজের মধ্যে মেলাটি কিভাবে চলে?
এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন জানান- আমরা মেলাটি বন্ধ করে সকল মালামাল সরানোর জন্য নির্দেশ দিয়েছি। নির্দেশনার পরও যদি মেলার কার্যক্রম পরিচালনা করা হয় আগামীকাল (সোমবার) আমরা সেখানে গিয়ে সম্পূর্ণ ভাবে মেলা বন্ধ করে দিবো।













সর্বশেষ সংবাদ
বিক্ষোভে উত্তাল কুমিল্লা
কুমিল্লায় পহেলা বৈশাখ ও চৈত্র সংক্রান্তি উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা
মহেশ চেরিটেবল ট্রাস্টের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্যামল কৃষ্ণ সাহা
ব্রাহ্মণপাড়ায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা
কুমিল্লায় কেএফসি-তে ভাংচুর
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় কেএফসি-তে ভাংচুর
গাজা থেকে বিচ্ছিন্নরাফাহ শহর
বিক্ষোভে উত্তাল কুমিল্লা
কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
ব্রাহ্মণপাড়া বিএনপির যুগ্ম আহবায়ক হলেন রবিউল্লা রবি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২