কুমিল্লার হোমনায় ঈদের ছুটিতে বেড়াতে এসে নিখোঁজ মারিয়া ও মাহবুব নামের দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার
(৬এপ্রিল) দুপুরে হোমনার শ্রীমদ্দি এলাকার তিতাস নদীর পাড়ে ভেসে থাকা
অবস্থায় পৃথক স্থান থেকে তাদের দেহ দু'টি উদ্ধার করে স্থানীয় জনগণ।
নিহত
মাহবুব (৯) নরসিংদী জেলার রায়পুর উপজেলার বিল্লাল মিয়ার ছেলে ও মারিয়া
আক্তার (১১) হোমনার গারমোড়া ইউনিয়নের হুজুরকান্দি গ্রামের মো. আলী নেওয়াজের
মেয়ে।
ঈদের ছুটি কাটাতে মারিয়া এসেছিলো ফুফাতো বোনের শ্বশুরবাড়ীতে
বেড়াতে এবং মাহবুব এসেছিলো নানীর বাড়ীতে বেড়াতে। পুরো আনন্দই বিষাদে পরিনত
হলো পরিবারগুলোর।
শোকার্ত পরিবার জানায়, শনিবার (৫ এপ্রিল) বেলা ১১টার
দিকে উপজেলার শ্রীমদ্দি গ্রামের গাঙকূল বাড়ির ঘাট থেকে শিশু মারিয়া আক্তার
(১১) ও একই এলাকার কান্ধা ঘাট থেকে শিশু মাহবুব (৯) নদীতে গোসলে নেমে
নিখোঁজ হয়। শিশু দু'টি নিখোঁজের পর থেকেই তাদের আত্মীয়স্বজন, প্রতিবেশী,
ফায়ার সার্ভিস ও চাঁদপুর থেকে আসা ডুবুরি দল তাদের উদ্ধারে শনিবার দিনভর
চেষ্টা চালিয়ে অভিযান বন্ধ দিয়ে আবারো রবিবার (৬ এপ্রিল) সকাল থেকে অভিযান
চালায়।
তবে তাদের অভিযান ব্যার্থ হলে তারা পার্শবর্তী বাঞ্ছারামপুরের
উজানচরের দিকে অভিযানে গেলে এদিকে দুপুরে শিশু দু'টির লাশ ভেসে উঠে। পরে
স্থানীয় বল্কহেড শ্রমিক ও জেলেদের সহায়তায় তাদেরকে উদ্ধার করে স্বজনরা।
তাদেরকে
ফায়ার সার্ভিসের ইনচার্জ দিদারুল আলম জানান, 'শনিবার থেকেই আমরা ও
ডুবুরিরা নিখোঁজ হওয়া দুই শিশুকে উদ্ধারে কাজ করেছি। রবিবার শিশু দুপুরে
দুইটির লাশ পাওয়া গেছে।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ও.সি) মো. নাজমুল
হুদা বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরিদের সহায়তায় শিশু দুইটির লাশ উদ্ধার করা
হয়েছে। এ ব্যাপারে কারোর কোনো অভিযোগ নেই। লাশ স্ব স্ব পরিপারের নিকট
হস্তান্তর করা হয়েছে।