নাঙ্গলকোট
প্রতিনিধিঃ কুমিল্লার নাঙ্গলকোটে শুরু হয়েছে শিল্প ও পণ্য মেলা। মাসব্যাপী
এই মেলা শুরু হয়েছে ঈদুল ফিতরের দিন থেকে উপজেলা সদরের হ্যালিপ্যাড মাঠে
এই মেলার আয়োজন করে আদিবাসী মহিলা উন্নয়ন সংস্থা। ঈদুল ফিতরের আনন্দ উপভোগ
করার জন্য এবং মেলা দেখার জন্য নাঙ্গলকোট উপজেলা পার্শ্ববর্তী লাকসাম,
চৌদ্দগ্রাম, মনোহরগঞ্জ ও সেনবাগ উপজেলার হাজার হাজার নারী পুরুষ, শিশু ও
পরিবার পরিজন আসছে। মেলায় শিশুদের জন্য রয়েছে ড্রাগন ট্রেন, ম্যাজিক বোট,
হানিচিং, পানি বোট, স্লীপার, নাগর দোলা, ডাম্পিংবিমান, শিশুরা এইসব কিছু
তেচড়ে ও খেলে ঈদের আনন্দ উপভোগ করে। শিশুদের পাশাপাশি বড়রাও কিছুকিছু খেলায়
অংশ গ্রহণ করে আনন্দ উপভোগ করে। এছাড়া মেলায় রয়েছে খেলনার স্টল,
শাড়ি-কাপড়, ছোটদের জামা-কাপড়, ক্রোকারিজ সামগ্রী, মেয়েদের কসমেটিক্স জাতীয়
বিভিন্ন স্টল। মেলায় দিনের বেলায় দর্শনার্থী কম থাকে। সন্ধ্যা হলেই মেলার
সৌন্দর্য বৃদ্ধি পায়, তখন মেলা দেখার জন্য শিশুকিশোর, তরুন-তরুণীরা এবং
অনেকে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসে।
মেলায় বিভিন্ন এলাকা থেকে আনন্দ
উপভোগ করতে আসা উপজেলার বটতলী গ্রামের শাহাদাত হোসেন বলেন আমি শহরে থাকি,
কিন্তু নাঙ্গলকোট উপজেলায় এই মেলার আয়োজন করায় আমি পরিবার ও সন্তানদেরকে
নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে এসে ভালই লেগেছে। এখানে শিশুদের জন্য যে
বিনোদনের ব্যবস্থা করা হয়েছে, তাতে আমি অত্যন্ত খুশি হয়েছি।
উপজেলার অলিপুর গ্রামের মাহফুজ উল্ল্যাহ বলেন, নাঙ্গলকোটে এই মেলা আর পাই নাই। এখানে রাইডসহ বিনোদন করার মত পরিবেশ আছে।
মেলা
কমিটির ম্যানেজার রায়হান বলেন, বিগত ১দশকে যাবৎ এই এলাকার মানুষ আনন্দ
থেকে বঞ্চিত, এখানে কোনপার্ক নেই। এই এলাকার মানুষকে আনন্দ বিনোদন দেওয়ার
জন্য আমরা এসেছি। আগামী ১ মাসব্যাপী এ মেলা চলবে।
উপজেলা নির্বাহী
অফিসার আল আমিন সরকার বলেন, নাঙ্গলকোট চিত্ত বিনোদনের জন্য কোন জায়গা নেই।
সে ক্ষেত্রে শিশুদের জন্য ঈদের আনন্দ উপভোগ করার মত অনেক রাইড রয়েছে।