মঙ্গলবার ৮ এপ্রিল ২০২৫
২৫ চৈত্র ১৪৩১
মনোহরগঞ্জে বাতাচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের- অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা
মোঃ হুমায়ুন কবির মানিক
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ১:৫৬ এএম |


মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নস্থ বাতাচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪জন অবসরে যাওয়া শিক্ষকদের আনুষ্ঠানিকভাবে বিদায়ী ও নতুন যোগদানকৃত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  বিদায়ী সংবর্ধিত শিক্ষকরা হলেন- বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এম.এ কুদ্দুস, সিনিয়র শিক্ষক মাওলানা নজির আহমদ, ফেরদাউস ফাতেমা ও দিলারা জাহান।
স্থানীয় বিশিষ্ট সমাজসেবক তাজুল ইসলামের সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুর রশিদ ও ছাত্রনেতা আজমল হোসেন আজিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ জসীম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মাহফুজ মিয়া, বিপুলাসার ফাযিল মাদরাসা সহকারী অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম, নাথেরপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানিক, সমাজসেবক আবদুর রহমান, পল্লী চিকিৎসক সহিদুল ইসলাম, প্রবাসী মোঃ মানিক, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ হারুনুর রশিদ, হোসনে এয়াছিন আরাফাত, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- মাহমুদুল হাসান সবুজ মেম্বার, মহিন উদ্দিন দুলাল, ইস্রাফিল হোসেন বাবু, আকরাম হোসেন শামীম, মুফতি ফখরুল ইসলাম, জোবায়ের, মোঃ রিয়াজ প্রমুখ। এতে বিদায়ী শিক্ষকদের সহকর্মী,  প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অবসরজনিত বিদায়ী শিক্ষকদের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণের পাশাপাশি নবীন শিক্ষকদের প্রতি ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠের সুনাম ধরে রাখতে সম্মিলিতভাবে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা।
বিদায়ী শিক্ষক মাওলানা নজির আহমদ বলেন, আমি এ বিদ্যালয়ে ৪১ বছর শিক্ষকতা করি। আজকে আমাদের প্রাক্তন ছাত্ররা যে আয়োজন করেছে, তা আমাদেরকে অভিভূত করেছে। তারা আমাদেকের যে সম্মানে ভূষিত করেছে, তা চিরস্মরণে থাকবে।
পরে বিদায়ী শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয় সম্মানসূচক ক্রেস্ট ও উপহার। এসময় প্রিয় শিক্ষকদের অশ্রুসজল নয়নে বিদায় দেন তারা। সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশের। এদিকে একই সময়ে বিদ্যালয়ের পক্ষ থেকে নতুন যোগদানকৃত শিক্ষকদেরও ফুল দিয়ে বরণ করা হয়।












সর্বশেষ সংবাদ
বিক্ষোভে উত্তাল কুমিল্লা
কুমিল্লায় পহেলা বৈশাখ ও চৈত্র সংক্রান্তি উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা
মহেশ চেরিটেবল ট্রাস্টের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্যামল কৃষ্ণ সাহা
ব্রাহ্মণপাড়ায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা
কুমিল্লায় কেএফসি-তে ভাংচুর
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় কেএফসি-তে ভাংচুর
গাজা থেকে বিচ্ছিন্নরাফাহ শহর
বিক্ষোভে উত্তাল কুমিল্লা
ব্রাহ্মণপাড়া বিএনপির যুগ্ম আহবায়ক হলেন রবিউল্লা রবি
কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২