মঙ্গলবার ৮ এপ্রিল ২০২৫
২৫ চৈত্র ১৪৩১
দাউদকান্দিতে মৎস্য প্রকল্প নিয়ে দুই পক্ষের গোলাগুলি তিনজন গুলিবিদ্ধসহ আহত ৪
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ১:৫৬ এএম আপডেট: ০৮.০৪.২০২৫ ৩:০৫ এএম |


 দাউদকান্দিতে মৎস্য প্রকল্প নিয়ে দুই পক্ষের গোলাগুলি তিনজন গুলিবিদ্ধসহ আহত ৪আলমগীর হোসেন, দাউদকান্দি।।
দাউদকান্দিতে মৎস্য প্রকল্পের জমির পোষাণীর টাকা না পাওয়া নিয়ে সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধসহ ৪ জন আহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার গৌরীপুর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় পুলিশ আহত ইয়াসিনসহ তিনজনকে আটক এবং ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে। 
গুলিবিদ্ধ আহতরা হলো হরিপুর গ্রামের লনি মিয়ার ছেলে মাও. ইসমাইল (৪০), তার ভাই ইব্রাহিম (৩৫) এবং ওলানপাড়া গ্রামের ইয়াসিন (২৬)। এছাড়া মোরশেদ নামের একজন আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার গৌরীপুর ইউনিয়নের নিউ বৈশাখী মৎস্য প্রকল্পে চারবছর যাবত মাছ চাষ করছেন উত্তর হরিপুর গ্রামের লনি মিয়ার ছেলে ইসমাইল। এনিয়ে পাশের ওলানপাড়া গ্রামের লোকজনদের সাথে জমির পোষাণীর টাকা না পাওয়া নিয়ে দ্বন্দ্ব চলছিল। সোমবার দুপুরে ওলানাপাড়া গ্রামের ৭/৮জন যুবক তিনটি মোটর সাইকেল নিয়ে উত্তর হরিপুর ইসমাইলদের বাড়ীর কাছে মাছ ধরতে যায়। এসময় ইসমাইল ও তার লোকজন বাধা দিলে উভয়ের মধ্যে তর্কতর্কি হয়। একপর্যায়ে উভয়েই গোলাগুলি শুরু করে। এতে ইসমাইল তার ভাই ইব্রাহিম এবং ওলানপাড়া গ্রামের ইয়াসিন গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নিয়ে যান। পুলিশ খবর তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জড়িত সন্দেহে আহত ইয়াসিনসহ তিনজনকে আটক করেন।
দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ জুনায়েত চৌধুরী বলেন, গুলিবিদ্ধের ঘটনায় আহত ইয়াসিনসহ ফরহাদ ও নাইম নামে আরো দু’জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে জানাগেছে মাছের প্রজেক্টের জমির মালিকদের পোষাণীর টাকা না পাওয়া নিয়ে ইসমাইলদের সাথে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। ঘটনার পর থেকে জড়িত অন্যদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।












সর্বশেষ সংবাদ
বিক্ষোভে উত্তাল কুমিল্লা
কুমিল্লায় পহেলা বৈশাখ ও চৈত্র সংক্রান্তি উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা
মহেশ চেরিটেবল ট্রাস্টের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্যামল কৃষ্ণ সাহা
ব্রাহ্মণপাড়ায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা
কুমিল্লায় কেএফসি-তে ভাংচুর
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় কেএফসি-তে ভাংচুর
গাজা থেকে বিচ্ছিন্নরাফাহ শহর
বিক্ষোভে উত্তাল কুমিল্লা
ব্রাহ্মণপাড়া বিএনপির যুগ্ম আহবায়ক হলেন রবিউল্লা রবি
কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২