আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে দেশব্যাপী অভিযান পরিচালনা করে আসছে যৌথবাহিনী। ০৭ এপ্রিল এরই অংশ হিসেবে জেলার তিতাস থানার শাহপুর এলাকায় অভিযান চালিয়ে মো: রিপন মিয়া (48) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। রিপন মিয়া তিতাস উপজেলার শাহপুর গ্রামের মোনতাজ ব্যাপারীর পুত্র। সে মাদক, ডাকাতি, চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামী। এ সময় তার দেওয়া তথ্যমতে একটি চাইনিজ পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড এ্যামো: উদধার করা হয়। যৌথবাহিনী অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে এবং এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।