কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে এক আসামিকে গাঁজা সরবরাহ করতে এসে কারারক্ষীদের হাতে আটক হয়েছে একজন। মঙ্গলবার বিকালে জুতার সোলের ভেতর করে অভিনব উপায়ে গাঁজা সরবরাহের সময় শান্ত নামে ওই যুবককে আটক করা হয়। এ সময়ে সোলের ভেতর থেকে তিন প্যাকেট পলিথিনে মোড়ানো গাঁজা জব্দ করে কারারক্ষীরা।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত শান্তর বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হবে। তাৎক্ষণিকভাবে তাকে কারাগারের রিজার্ভ গার্ডে রাখা হয়েছে।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার বিকেল ৩টা ৫০ মিনিটে কুমিল্লা নগরীর বাদশা মিয়া বাজারের এলাকার জোলমত মিয়ার ছেলে শান্ত কুমিল্লা কারাগারে আটক হাজতি বন্দি নং-৪০০১/২৪ মোতালেব হোসেন’কে দেওয়ার জন্য এক জোড়া চামড়ার জুতা ও পোষাক নিয়ে আসে। এসময় কারা ক্যান্টিনে দায়িত্বরত কারারক্ষী মোঃ মাসুদের নিকট এসব জমা দেয়। তবে জুতার অবস্থা দেখে মাসুদের সন্দেহ হলে তিনি অপর কারারক্ষী মোঃ সানি’কে জুতা জোড়া দেখান। পরে অভিযুক্ত দর্শনার্থী শান্ত’কে রিজার্ভ গার্ডে এনে জুতার নিচের অংশ খুলে সাদা পলিথিন মোড়ানো ৩ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়।
বর্তমানে অভিযুক্ত দর্শনার্থীকে আটক করে রিজার্ভ গার্ডে রাখা হয়েছে ও মামলার কাজ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সিনিয়র জেল সুপার হালিমা খাতুন। তিনি আরো বলেন, গাঁজা সরবরাহকারী শান্তর সাথে আরও একজন এসেছিলেন। কিন্তু সে কোন ভাবে টের পেয়ে সঁটকে যান। তবে তার মোবাইল কারারক্ষীদের কাছে জমা রয়েছে। তাদের কাছ থেকে জব্দ আলামত সহ সবকিছু কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।