বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২
৩০ বছর বন্ধ থাকার পর আখাউড়া পাবলিক লাইব্রেরি চালুর উদ্যোগ
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ১:৪৮ এএম |


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: দীর্ঘ ৩০ বছর বন্ধ থাকার পর পুনরায় জ্ঞান পিপাসুদের জন্য দরজা খুলতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পাবলিক লাইব্রেরি। গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০ টার দিকে এক অনুষ্ঠানের মাধ্যমে লাইব্রেরি ভবনের পুণ:নির্মাণকাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি। উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি বলেন, দীর্ঘ ৩০ বছর এই লাইব্রেরিটি বন্ধ ছিলো। এই লাইব্রেরিটি হবে উপজেলার জ্ঞানভিত্তিক উন্নয়নের কেন্দ্রবিন্দু। আমরা এখানে শুধু বই পড়ার সুবিধাই রাখছি না। গড়ে তুলছি একটি আধুনিক ডিজিটাল লার্নিং সেন্টার। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এই লাইব্রেরিটি স্থানীয় জ্ঞানপিপাসুদের কাছে ছিল প্রাণের ঠিকানা। কিন্তু অবকাঠামোগত সমস্যা ও অর্থসংকটের কারণে ১৯৯৫ সাল থেকে বন্ধ ছিল এটি। দেবগ্রাম স্কুলের শিক্ষার্থী ফায়সাল বলেন, আমরা দীর্ঘদিন ধরে একটি পাবলিক লাইব্রেরির জন্য অপেক্ষা করছিলাম। এখানে এসে পড়াশোনা করতে পারবো ভেবে খুব আনন্দিত।
আখাউড়া উপজেলা প্রকৌশলী ও লাইব্রেরি কমিটির সদস্য সচিব আমিনুল ইসলাম সুমন জানান, ৬ মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে এবং আগামী এক বছরের মধ্যে পূর্ণাঙ্গ সেবা চালু করা সম্ভব হবে।
স্থানীয়রা জানান, আখাউড়াবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। এই লাইব্রেরি শুধু বইয়ের ভান্ডার নয়, হবে জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক বিনিময়ের প্রাণকেন্দ্র। দ্রুততম সময়ের মধ্যে তাদের প্রিয় লাইব্রেরিটি আবারও জ্ঞানের আলো ছড়াবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিন, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম সুমন, মোগড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এম. এইচ. মামুন ভূইয়া, আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি, পৌরসভার সহকারী প্রকৌশলী তানভীর ইসলাম, উপসহকারী প্রকৌশলী ফয়ছল আহমেদ খান, জনতা ব্যাংক ম্যানেজার বশির উদ্দিন প্রমুখ।













সর্বশেষ সংবাদ
ওয়েবসাইটের তথ্য হালনাগাদ রাখার নির্দেশ
বৈঠকের সিদ্ধান্তে সন্তুষ্ট নন, আবার আন্দোলনের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমলো
সাবেক গাড়ি চালককে হত্যার হুমকি দিলেন সূচি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
লালমাইয়ে ছিলোনিয়া দিঘি থেকে মানুষের মাথার খুলি ও হাড় উদ্ধার
ক্রীড়া অঙ্গনের আরেকটি উইকেটের পতন
কুমিল্লায় বোরো ধান কাটার উৎসব কৃষকের মুখে হাসি
দে‌বিদ্বা‌রের বিএনপির দুই নেতা‌কে শোকজ
কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিদেশি রাইফেল, শটগান উদ্ধার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২