রোববার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১
শিক্ষার্থীদের সৎ মানুষ হওয়ার পরামর্শ হাসনাত আব্দুল্লাহর
মন্ত্রী-এমপিরা দুর্নীতি করে করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ২:১৪ এএম আপডেট: ০৯.০৪.২০২৫ ২:২২ এএম |


   মন্ত্রী-এমপিরা দুর্নীতি করে  করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে শাহীন আলম ।।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গত ১৬ বছর দেশের এমন কোন সেক্টর নেই যেখানে দুর্নীতি হয়নি। অফিস-আদালতে ঘুষ, দুর্নীতি একটি ট্র্যাডিশন হয়ে গিয়েছিল। মন্ত্রী-এমপিরা দুর্নীতি করে করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। যারা এসব কাজ করছে তাঁরা একটি সময়ে আজকে তোমরা যেখানে বসেছো সেখানে বসেছিল। কিন্তু তারা সঠিক শিক্ষা পায়নি। কোন শিক্ষকই তাঁর ছাত্রদের এসব অন্যায় শিক্ষা দেয় না। তোমরা যারা এখানে আছো তোমাদের নিজেদের আগে দুর্নীতি মুক্ত হয়ে সৎ মানুষ হতে হবে। যোগ্যতা থাকুক বা না থাকুক সেটা বিষয় না কিন্তু আগে নিজেদের ভালো মানুষ হতে হবে।
মঙ্গলবার (৮এপ্রিল) দুপুরে কুমিল্লার দেবিদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে এটি তোমাদের প্রস্তুতি পর্ব। এই প্রস্তুতি যার যত ভালো তার আউটকাম তত ভালো হবে। তোমরা যখন কোন সমাজে যাবে তখন কেউ তোমাদের পরিচয় করিয়ে দিবে  সে ঢাবির ছাত্র, সে বুয়েটের ছাত্র, চুয়েটের ছাত্র তখন তোমার প্রতি অন্যদের আলাদা একটি নজর থাকবে। 
বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. মোশাররফ হোসাইনের সঞ্চালনায় হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আমাদের দেশে যারা দুর্নীতিবাজ আছে তারা কিন্তু  শিক্ষিত, বেস্ট রেজাল্ট, ভালো ভালো বিশ^বিদ্যালয় থেকে পড়াশুনা করে আসছে। কিন্তু সঠিক শিক্ষা না পাওয়ায় তারা দুর্নীতিতে জড়িয়ে পড়ছে।   
একজন রিক্সাওয়ালা চাইলেও পদ্মাসেতুতে দুর্নীতি করতে পারবে না। কারণ তার কাছে সে সুযোগ নেই। সুযোগ না থাকার কারণে দুর্নীতি না করা আর সুযোগ পেয়েও দুর্নীতি না করা কিন্তু এক সমান নয়। যে সুযোগ পেয়েও দুর্নীতি করে না তাঁরাই সমাজের বেস্ট পারসন। দুর্নীতি-অপরাধ না করার ছোট ছোট চর্চাগুলো তোমাদের এখন থেকে শুরু করতে হবে। 
প্রধান শিক্ষক মো.কামরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে আরও বিদায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন সহকারি প্রধান শিক্ষক মো. আবদুস সবুর খান, সাবেক সহকারি শিক্ষক মো. জামাল মো.কবির, বর্তমান সহকারি শিক্ষক মো. আজিজুল ইসলাম বোরহান উদ্দিন, শাহীনা আক্তার মো.আতিকুর রহমান প্রমুখ। 

 












সর্বশেষ সংবাদ
কুমিল্লা সদরসহ তিন আসন থেকে মনোনয়ন চাইবেন মনির চৌধুরী
বিজয়পুরে মৃৎশিল্পেররপ্তানি সম্ভাবনা আটকে আছে জ্বালানি গ্যাসে
নববর্ষকে ঘিরে কুমিল্লায় বাইন্ডিং প্রতিষ্ঠানে হালখাতা তৈরির ধুম
দাউদকান্দিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার
দাউদকান্দিতে ছিনতাইকারী গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সিটির মেয়র পদে আবুর প্রার্থীতার খবরে আলোড়ন
কুমিল্লা সদরসহ তিন আসন থেকে মনোনয়ন চাইবেন মনির চৌধুরী
বাঁশির গ্রাম কুমিল্লার শ্রীমদ্দী
কুমিল্লা মহানগরী জামায়াতের গণসংযোগ পক্ষ উদ্বোধন
বিজয়পুরে মৃৎশিল্পেররপ্তানি সম্ভাবনা আটকে আছে জ্বালানি গ্যাসে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২