বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২
কুমিল্লায় চমক নিয়ে আসছে জাতীয় নাগরিক পার্টি
যোগ দিতে পারেন বেশ কয়েকজন সিনিয়র সিটিজেন
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ১:৫৭ এএম আপডেট: ০৯.০৪.২০২৫ ২:২৪ এএম |


কুমিল্লায় চমক নিয়ে আসছে জাতীয় নাগরিক পার্টিজহির শান্ত:
জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে কুমিল্লার বেশ কয়েকজন সিনিয়র সিটিজেন যোগ দিতে পারেন বলে জানা গেছে। ইতোমধ্যে এনসিপি নেতৃবৃন্দ তাদের সাথে যোগাযোগ করেছেন, তারাও বেশ কয়েকবার এনসিপির তরুণ নেতা-নেত্রীদের সাথে যোগাযোগ করেছেন বলে তথ্য পাওয়া গেছে। তবে ৫ আগস্টের পরিবর্তিত প্রেক্ষাপটে গঠিত হওয়া নতুন এ রাজনৈতিক দলে তাদের যোগদানের বিষয়ে শতভাগ কার্যক্রম সম্পন্ন না হওয়ায় তাদের নাম প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন এনসিপির নেতৃবৃন্দ। তবে তারা এটা বলেছেন, এনসিপি কুমিল্লার রাজনীতিতে বিশেষ চমক নিয়ে আসছে- তা নিশ্চিত করেই বলা যায়।
সম্প্রতি ঢাকায় বিশাল আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কমিটি গঠন করা হয়। কমিটিতে দলটির শীর্ষ পর্যায়ে স্থান পেয়েছেন কুমিল্লার অন্তত ৮জন নেতা-নেত্রী। কেন্দ্রীয় কমিটি গঠনের পর থেকেই আলোচনা চলছে দলটির কুমিল্লার কমিটি কবে গঠন হবে? কারা আসছেন কমিটিতে? এ বিষয়ে বিস্তারিত জানতে কুমিল্লার কাগজের পক্ষ থেকে যোগাযোগ করা হলে জানা যায়, শুধু ছাত্র প্রতিনিধিরাই নন, সকল শ্রেণিপেশার ব্যক্তিবর্গকে নিয়েই কুমিল্লায় গঠিত হবে জাতীয় নাগরিক পার্টির কমিটি। তবে যেহেতু ভোটের রাজনীতির বিষয়টি মাথায় রয়েছে, সেই চিন্তা নিয়ে সিনিয়র সিটিজেন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাবেক জনপ্রতিনিধি, বিভিন্ন নির্বাচনে অংশ নিয়েছেন- এমন নেতাদের সাথেও যোগাযোগ করা হয়েছে। এনসিপি ও তাদের সমমনারা বলছেন, এসব যোগাযোগে বেশ ভাইলোই সাড়া পাচ্ছেন তারা। তারা ইঙ্গিত করেছেন, কুমিল্লায় ভোটের মাঠে ব্যাপক প্রভাব রয়েছে এমন ব্যক্তিবর্গে সাথে তাদের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। সেই ব্যক্তিবর্গও তাদের ডাকে সাড়া দিয়েছেন। অর্থাৎ দুই পক্ষ থেকেই সবকিছু ‘পজেটিভ’ রয়েছে। শেষ পর্যন্ত তাদের ডাকে সাড়া দিয়ে এসব ব্যক্তি যদি এনসিপিতে চলে আসেন তাহলে তা কুমিল্লার রাজনীতিতে বিশেষ এক চমক হিসেবেই সাড়া ফেলবে। এ ছাড়াও ৮০ দশকের এক সাবেক ছাত্রনেতাসহ সকল শ্রেণিপেশার মানুষের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে এমন বেশ কয়েকজন সিনিয়র সিটিজেনের সাথেও যোগাযোগ হয়েছে এবং তারা বেশ সহজভাবেই সাড়া দিচ্ছেন বলে জানা গেছে। আবার অনেকে নিজে থেকেই স্বপ্রণোদিত হয়েই এনসিপিতে যাওয়ার আগ্রহ প্রকাশ করছেন বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে- এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাফসা জাহান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকেই আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। সাধারণ মানুষের কাছে যাচ্ছি, তাদের সাথে কথা বলছি। তারা আমাদেরকে বেশ সহজ ও সাবলীলভাবে নিচ্ছেন। এনসিপি গঠনের পর যেহেতু ভোটের রাজনীতির বিষয়টি সামনে চলে আসছে- আমরা বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ রাখছি। আবার অনেকে স্বপ্রণোদিত হয়ে আমাদের সাথে যোগাযোগ করছেন। আমরা তাদেরকে ওয়েলকাম করছি। ফ্যাসিবাদের বিপক্ষে যাদের অবস্থান ছিলো; তারা যে কেউ চাইলেই এনসিপিতে আসতে পারবেন। আবার এনসিপি থেকেও যে কেউ ইচ্ছে করলেই চলে যেতে পারেন। এই ইচ্ছের স্বাধীনতার জন্যই আমরা আন্দোলন-সংগ্রাম করেছি।
এনসিপির কুমিল্লা কমিটি কবে গঠন হচ্ছে? এমন প্রশ্নে তিনি বলেন, ঈদ উল ফিতরের আগেই কমিটি হয়ে যাওয়ার কথা ছিলো। কিন্তু নানা কারণে তা হয়ে উঠেনি। তবে শীঘ্রই কমিটি ঘোষণা হবে। 
কারা থাকছেন কমিটিতে? এমন প্রশ্নে তিনি বলেন, এনসিপিতে সকল শ্রেণি-পেশার মানুষকেই সম্পৃক্ত করা হবে। সে লক্ষ্যেই আমরা বিভিন্নজনের সাথে যোগাযোগ করছি। সাবেক জনপ্রতিনিধি, নির্বাচনের অভিজ্ঞতা আছে এমন ব্যক্তি, সিনিয়র সিটিজেন, পেশাজীবীসহ সকল স্তরের মানুষের সাথেই আমাদের যোগাযোগ হচ্ছে; তারাও আমাদের সাথে যোগাযোগ করছেন। তবে তাদের নাম এখই বলা যাচ্ছে না। সবকিছু ফাইনাল হওয়ার পর যখন তাদের নাম ঘোষণা আসবে- তখন এটা চমক হিসেবে সকলের কাছে পৌঁছবে। ইতোমধ্যে কুমিল্লার সাবেক এক জনপ্রতিনিধির সাথে আমাদের যোগাযোগ হয়েছে।  তিনি আমাদের ডাকে অনেকটাই সাড়া দিয়েছেন, তবে এখনই তাঁর নামটা বলতে চাচ্ছি না। এছাড়া একাধিকবার নির্বাচনে অংশ নিয়েছেন এমন এক নেতার সাথে যোগাযোগ হয়েছে, তিনিও ভালো পরামর্শ দিয়েছেন। সাবেক ছাত্র নেতা আছেন, তিনিও এনসিপিতে আসার বিষয়ে মোটামুটি নিশ্চয়তা দিয়েছেন। অর্থাৎ আমরা যেখানেই যাচ্ছি, যার কাছেই যাচ্ছি- ভালো সাড়া পাচ্ছি, অনেকেই আগ্রহ দেখাচ্ছেন।
যোগাযোগ করা হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা কমিটির আহবায়ক সাকিব হোসেইন বলেন, এনসিপির কুমিল্লা কমিটিতে কারা আসছেন- তা এখনই বলা যাচ্ছে না। তবে এটা নিশ্চিত থাকতে পারেন- এ কমিটি কুমিল্লার জন্য, কুমিল্লার রাজনীতির জন্য চমক নিয়ে আসছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর কমিটির আহবায়ক আবু রায়হান বলেন, হাসিনাবিরোধী আন্দোলনকে ত্বরান্বিত করতে কুমিল্লার ব্যাপক ভূমিকা ছিলো। কুমিল্লার ছাত্রজনতা সাবেক এমপি বাহারের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিলো। ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর সারা দেশের মতো কুমিল্লায়ও পরিবর্তনের হাওয়া বইছে। সেই ধারাবাহিকতায় কুমিল্লার রাজনীতিতে পজেটিভ পরিবর্তন নিয়ে আসবে এনসিপি। সে লক্ষ্যে আমরা বিভিন্নজনের কাছে যাচ্ছি, পরামর্শ নিচ্ছি। যেখানেই যাচ্ছি সবাই সাদরে গ্রহণ করে নিচ্ছেন, বিভিন্ন পরমার্শ দিচ্ছেন। এনসিপি কুমিল্লাতে চমক নিয়ে আসবে। 





















সর্বশেষ সংবাদ
মনোহরগঞ্জে পদ্মা জেনারেল হসপিটালের শুভ উদ্বোধন
অর্থনৈতিক অপরাধে জড়িতদের বিচারে কমিটি হবে: সৈয়দা রিজওয়ানা হাসান
ওয়েবসাইটের তথ্য হালনাগাদ রাখার নির্দেশ
জিম্মি মুক্তি দিলেই গাজা যুদ্ধ অবিলম্বে বন্ধ হবে: যুক্তরাষ্ট্র
বৈঠকের সিদ্ধান্তে সন্তুষ্ট নন, আবার আন্দোলনের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
লালমাইয়ে ছিলোনিয়া দিঘি থেকে মানুষের মাথার খুলি ও হাড় উদ্ধার
ক্রীড়া অঙ্গনের আরেকটি উইকেটের পতন
কুমিল্লায় বোরো ধান কাটার উৎসব কৃষকের মুখে হাসি
দে‌বিদ্বা‌রের বিএনপির দুই নেতা‌কে শোকজ
কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিদেশি রাইফেল, শটগান উদ্ধার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২