চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে কৃষকদের মাঝে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিল হতে গুচ্ছাকারে বস্তায় আদা চাষ সম্প্রসারণের লক্ষ্যে বিনামূল্যে ৫০৬ কেজি আদা বীজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার(৯এপ্রিল) উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জুবায়ের আহমেদের সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান মজুমদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন, মুন্সিরহাট ইউনিয়ন সহকারী কৃষি কর্মকর্তা আল আমিন, শুভপুর ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল হাসান রাসেল। উপজেলার কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন কৃষক কবির হোসেন।
উপজেলার ৬৯ জন কৃষকের মাঝে ৫০৫ কেজি বীজ আদা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কৃষিবিদ জুবায়ের আহমেদ আদা চাষের নিয়মাবলি ও করণীয় উল্লেখ করে দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, বস্তায় আদা চাষে প্রতি বস্তায় খরচ পড়বে ৫০ টাকা, উৎপাদন হবে নুন্যতম ১ কেজি আদা। বর্তমানে দেশে আদার চাহিদা দুই লাখ টন। এর মধ্যে এক লাখ টন বিদেশ থেকে আমদানী করতে হয়। যার মূল্য ১৫ কোটি ডলার।
প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন কৃষকদেরকে দেশের মূল চালিকাশক্তি উল্লেখ করে কৃষকদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।