শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২
কুমিল্লায় কারাগার থেকে দু’জন, অন্যের সহযোগীতায় পরীক্ষা দিবে ২৩জন
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ১:২৭ এএম আপডেট: ১০.০৪.২০২৫ ১:৫৮ এএম |

 কুমিল্লায় কারাগার থেকে দু’জন, অন্যের  সহযোগীতায় পরীক্ষা দিবে ২৩জন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ৬ জেলায় ২৭৩টি কেন্দ্রে ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন পরীক্ষার্থী মাধ্যমিক
অংশগ্রহণ করবে। তাদের মধ্যে ২৩জন শ্রুতিলেখকের সহযোগীতায় পরীক্ষা, দু'জন পরীক্ষার্থী কারাগার থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করবে। উপ-পরীক্ষা নিয়ন্ত্রক এ তথ্য নিশ্চিত করেছেন। 
উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির উদ্দিন আহমেদ জানান, শ্রুতিলেখকের সহযোগীতায় মোট ২৩ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষার জন্য আবেদন করেছি। কাগজপত্র যাচাই করে, আমরা সবাইকে অনুমোদন করেছি। ফেনী জেলা ও দায়রা জজ শিশু আদালতের চিঠি মোতাবেক দু'জন পরীক্ষার্থী ফেনী জেলা কারাগার থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করবে। দু'জন ই ছাত্র। কয়েদি হিসাবে তাদের বয়স ১৮ থেকে কম। 
তাদের প্রশ্নপত্র, কাগজ, স্বাক্ষরলিপি ফেনী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। 
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরিন জানান, অ্যাকাডেমিক পরীক্ষায় শ্রুতিলেখকের সাহায্য নিয়ে পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিবন্ধী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের চেয়ে এক-চতুর্থাংশ সময় বেশি পাবেন। অর্থাৎ প্রতি ঘণ্টার সময়ের বিপরীতে ১৫ মিনিট সময় অতিরিক্ত পাবে। এক ঘণ্টার কম সময়ের পরীক্ষার জন্য অতিরিক্ত সময় হবে আনুপাতিক হারে।
যে সকল প্রতিবন্ধী শিক্ষার্থীদের শ্রুতিলেখকের প্রয়োজন হয় না তবে ধীরগতিতে নিজহাতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে তারাও একই হারে অতিরিক্ত সময় পাবে।
ফেনী জেলা কারাগারের জেল সুপার মোঃ আব্দুল জলিল জানান, ফেনী জেলা ও দায়রা জজ শিশু আদালত থেকে আমরা নির্দেশ পেয়েছি। দু'জন ছাত্র এ কারাগার থেকে পরীক্ষা দিবে। সংশ্লিষ্ট সকলকে চিঠি দিয়েছি। আমাদের পক্ষ থেকে সকল ব্যবস্থাপনা প্রস্তুত আছে।














সর্বশেষ সংবাদ
ট্রাক-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
খনিজ সম্পদ নিয়ে সই হলো কিয়েভ-ওয়াশিংটন সমঝোতা স্মারক
সংঘর্ষে উড়ে গেছে বাসের ছাদ, তবু পাঁচ কিলোমিটার চালিয়ে গেলেন চালক
হায়দরাবাদকে হারিয়ে মুম্বাইয়ের টানা দ্বিতীয় জয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবেক এমপি বাহারের কুমিল্লার মুন্সেফবাড়ির জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাবেক গাড়ি চালককে হত্যার হুমকি দিলেন সূচি
সাবেক গাড়ি চালককে হত্যার হুমকি দিলেন সূচি
কুমিল্লায় ২২ পরীক্ষার্থী বহিষ্কার; দুই পরিদর্শককে অব্যাহতি
আজ লাকসামে জামায়াতের কর্মী সম্মেলন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২