নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ৬ জেলায় ২৭৩টি কেন্দ্রে ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন পরীক্ষার্থী মাধ্যমিক
অংশগ্রহণ
করবে। তাদের মধ্যে ২৩জন শ্রুতিলেখকের সহযোগীতায় পরীক্ষা, দু'জন
পরীক্ষার্থী কারাগার থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করবে। উপ-পরীক্ষা নিয়ন্ত্রক এ
তথ্য নিশ্চিত করেছেন।
উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির উদ্দিন আহমেদ
জানান, শ্রুতিলেখকের সহযোগীতায় মোট ২৩ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষার
জন্য আবেদন করেছি। কাগজপত্র যাচাই করে, আমরা সবাইকে অনুমোদন করেছি। ফেনী
জেলা ও দায়রা জজ শিশু আদালতের চিঠি মোতাবেক দু'জন পরীক্ষার্থী ফেনী জেলা
কারাগার থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করবে। দু'জন ই ছাত্র। কয়েদি হিসাবে তাদের
বয়স ১৮ থেকে কম।
তাদের প্রশ্নপত্র, কাগজ, স্বাক্ষরলিপি ফেনী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
পরীক্ষা
নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরিন জানান, অ্যাকাডেমিক পরীক্ষায় শ্রুতিলেখকের
সাহায্য নিয়ে পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিবন্ধী শিক্ষার্থীরা নির্ধারিত
সময়ের চেয়ে এক-চতুর্থাংশ সময় বেশি পাবেন। অর্থাৎ প্রতি ঘণ্টার সময়ের
বিপরীতে ১৫ মিনিট সময় অতিরিক্ত পাবে। এক ঘণ্টার কম সময়ের পরীক্ষার জন্য
অতিরিক্ত সময় হবে আনুপাতিক হারে।
যে সকল প্রতিবন্ধী শিক্ষার্থীদের
শ্রুতিলেখকের প্রয়োজন হয় না তবে ধীরগতিতে নিজহাতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ
করতে পারে তারাও একই হারে অতিরিক্ত সময় পাবে।
ফেনী জেলা কারাগারের জেল
সুপার মোঃ আব্দুল জলিল জানান, ফেনী জেলা ও দায়রা জজ শিশু আদালত থেকে আমরা
নির্দেশ পেয়েছি। দু'জন ছাত্র এ কারাগার থেকে পরীক্ষা দিবে। সংশ্লিষ্ট সকলকে
চিঠি দিয়েছি। আমাদের পক্ষ থেকে সকল ব্যবস্থাপনা প্রস্তুত আছে।