প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৮:৪৬ পিএম আপডেট: ১০.০৪.২০২৫ ৮:৪৯ পিএম |

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছয়টি জেলায় এসএসসি পরীক্ষায় প্রথমদিনে ২হাজার ৫৫৩জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন । এদিন বাংলা প্রথম পত্র পরীক্ষা চলাকালে একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলেও জানা গেছে। পরীক্ষা শেষে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ শামসুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
এতো শিক্ষার্থীর অনুপস্থিতির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমরা জেলা পর্যায়ে থেকে অনুপস্থিতির তথ্য সংগ্রহ করছি। কেন্দ্রভিত্তিক তথ্য সংগ্রহের পর জানা যাবে কেন শিক্ষার্থীরা অনুপস্থিত রইল। এসব ব্যাপারে আমাদের আলাদা পর্যবেক্ষণ থাকবে।'
কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এই বোর্ডের ছয়টি জেলার মধ্যে প্রথম দিনের বাংলা পরীক্ষায় কুমিল্লা জেলায় অনুপস্থিত ছিল ৮১২ জন পরীক্ষার্থী, চাঁদপুর জেলায় অনুপস্থিত ৩৩৭ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় অনুপস্থিত ৫৭২ জন, নোয়াখালী জেলায় অনুপস্থিত ৪৪৪ জন, ফেণী জেলায় ১৭৭ জন এবং লক্ষ্মীপুর জেলায় অনুপস্থিত ছিল ২১১ জন। এছাড়া কুমিল্লা বোর্ডে অসদুপায় অবলম্বনের দায়ে কুমিল্লা জেলার বরুড়া-০৪ পয়ালগাছা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবছর এসএসসি পরীক্ষার্থী রয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন। যা গত বছরের তুলনায় ১৩ হাজার ৭৪৮ জন বেশি। এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে ছাত্রদের চেয়ে ২৯ হাজার ৩৮০ জন বেশি ছাত্রী অংশ নিচ্ছেন।
এছাড়াও এবার কুমিল্লা বোর্ডে ২৩জন শ্রুতিলেখকের সহযোগীতায় এবং দু'জন পরীক্ষার্থী কারাগার থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করছেন বলে জানিয়েছে বোর্ড সূত্র।
এর আগে সকালে পরীক্ষা শুরুর পর কুমিল্লা জেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার জানান, 'নকলমুক্ত পরীক্ষা অনুষ্ঠিত করতে প্রশাসন বদ্ধপরিকর। এছাড়া শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম পরিচালনার জন্য সুপারিশ করা হবে।'
সে সময় কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ শামসুল ইসলাম জানান, 'বাল্যবিবাহ কিংবা কর্মসংস্থানের জন্য বিদেশ চলে যাওয়ার কারণে অনেকে ঝরে পড়তে পারে। তবে ঝরে পড়ার হার গত বছরগুলোর তুলনায় কম রয়েছে।'