শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২
হোমনায় ৮দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন
অবস্থান কর্মসূচী: রাস্তায় দীর্ঘ যানজট
এমএ কাশেম ভূঁইয়া-হোমনা
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ১২:১৭ এএম আপডেট: ১১.০৪.২০২৫ ১:২০ এএম |



হোমনায় ৮দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে কুমিল্লার হোমনায় "কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট" এর শিক্ষার্থীরা ৮দফা দাবিতে ক্লাশ ও পরিক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচী পালন করেছে।
আজ বৃহস্পতিবার (১০এপ্রিল) "কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট" এর সামনে হোমনা-গৌরীপুর আঞ্চলিক মহা সড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মত এ অবস্থান কর্মসূচী পালন করেন।
এসময় শিক্ষার্থীরা প্লেকার্ড, ফ্যাস্টুন ও ব্যানার হাতে তাদের দাবি তুলে বক্তব্য দেন। এসময় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীরা আন্দোলন রাস্তা থেকে অবরোধ প্রত্যাহার করে পরবর্তী কর্মসূচী আরো দীর্ঘ করার ঘোষণা দেন।
কৃষি ডিপ্লোমা বিভাগের ৭ম পর্বের শিক্ষার্থী মোঃ জাফর ইসলাম বলেন, সারা দেশে ১৮টি এটিআই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৮দফা দাবি নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছে। এতে আমরা হোমনা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর শিক্ষার্থীরাও আমাদের জায়গা থেকে দাবী আদায়ের লক্ষে দু'দিন ধরে আন্দোলন করছি। আমাদের দাবী মানা না হলে, সামনে আরো কঠোর আন্দোলন কর্মসূচী দেয়া হবে।
কৃষি ডিপ্লোমা বিভাগের ৭ম পর্বের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম তুষার বলেন, আমরা আমাদের দাবীগুলো লিখিত আকারে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে জমা দিয়ে আন্দোলন করছি। যতদিন পর্যন্ত আমাদের ৮দফা দাবি মন্ত্রণালয় থেকে লিখিত আকারে বাস্তবায়ন না হবে। ততদিন পর্যন্ত কঠোর থেকে কঠোর আন্দোলন চলবে।
এ বিষয়ে জানতে হোমনা "কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট" এর অধ্যক্ষ 
এ বিষয়ে হোমনা "কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট"র অধ্যক্ষ ড. আবু সৈয়দ মোঃ জোবায়দুল আলম, সারাদেশেই এটিআই -র শিক্ষার্থীরা আন্দোলন করছে। আসলে এটি তাদের অধিকার। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দায়িত্বশীল ব্যক্তিগণ বিষয়গুলো বিবেচনা করে শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর উদ্যোগ নেয়া উচিৎ বলে মনে করছি। এভাবে ক্লাশ ও পরিক্ষা বর্জন করে আন্দোলনে শিক্ষার্থীরা পিছিয়ে পড়তে পারে। তাদের দাবীর বিষয়ে আমাদের কোন ক্ষমতা নেই।

 












সর্বশেষ সংবাদ
রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে শান্তি আসবে না, ওয়াশিংটনকে ঢাকার বার্তা
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
ট্রাক-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
খনিজ সম্পদ নিয়ে সই হলো কিয়েভ-ওয়াশিংটন সমঝোতা স্মারক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবেক এমপি বাহারের কুমিল্লার মুন্সেফবাড়ির জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাবেক গাড়ি চালককে হত্যার হুমকি দিলেন সূচি
কুমিল্লায় ২২ পরীক্ষার্থী বহিষ্কার; দুই পরিদর্শককে অব্যাহতি
আজ লাকসামে জামায়াতের কর্মী সম্মেলন
মনোহরগঞ্জে পদ্মা জেনারেল হসপিটালের শুভ উদ্বোধন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২