শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২
চলতি অর্থবছরে কুমিল্লা ইপিজেড
রপ্তানিতে নতুন দিগন্তের সূচনা, বাড়লো বিনিয়োগ ও কর্মসংস্থান
মাসুদ পারভেজ
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ১২:২৮ এএম আপডেট: ১১.০৪.২০২৫ ১:২২ এএম |



রপ্তানিতে নতুন দিগন্তের সূচনা,  বাড়লো বিনিয়োগ ও কর্মসংস্থানকুমিল্লা ইপিজেড, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় বিনিয়োগ ক্ষেত্র। নিয়মিত আমদানি, রপ্তানিসহ উৎপাদনে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানিসহ বর্তমানে বিদেশি ৩০টি, যৌথ ৭টি বিনিয়োগ ও দেশীয় ১১টি বিনিয়োগকারী শিল্প প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এখানে।। উৎপাদনের ৯৫ শতাংশ পণ্য বিদেশে রপ্তানি করা কুমিল্লা ইপিজেড চলতি অর্থবছরে পণ্য রপ্তানিতে রেকর্ড গড়তে যাচ্ছেন। কর্তৃপক্ষ বলছেন, চলতি অর্থবছরের গেলো প্রথম আট মাসেই রপ্তানি হয়েছে ৬৪৬ দশমিক ৩০ মিলিয়ন ডলার, টাকার অঙ্কে যা প্রায় আট হাজার কোটি টাকা। যা ইতোমধ্যেই আগের অর্থবছরের চেয়ে বেশি। ইপিজেড কর্তৃপক্ষের প্রত্যাশা, পরিস্থিতি স্বাভাবিক থাকলে ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি ছাড়াবে দশ হাজার কোটি টাকা। কর্তৃপক্ষ মনে করেন চলমান পরিস্থিতি স্বাভাবিক থাকলে ২০২৪-২৫ অর্থবছরে কুমিল্লা ইপিজেড এক বিলিয়ন অর্থাৎ দশ হাজার কোটি টাকার পণ্যরপ্তানি ছাড়াবে অতীতের সকল অর্থবছরকে।
কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বলছে, করোনা সংকট সামলিয়ে ওঠার পরেই ধাক্কা পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের নানা অস্থিরতা। কাঁচামাল আমদানিতে তৈরি হয় বাধা। হাত গুটিয়ে নেন দেশি-বিদেশি রপ্তানিকারক দেশগুলো। তবে চলতি অর্থবছরের শুরু থেকেই সে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। ফ্রান্স ও জার্মানিসহ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন দেশে বেড়েছে পণ্যরপ্তানি ও অর্ডার। এতে করে কুমিল্লা ইপিজেডে বেড়েছে বিনিয়োগ এবং কর্মসংস্থান।
কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল মাহবুব বলেন, যারা ইপিজেডের পণ্যগুলো বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করছে, তাদের এই পণ্যগুলোর অর্ডার বৃদ্ধি পেয়েছে। সেই সাথে শ্রমিক সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। আমাদের কুমিল্লা ইপিজেডে যেহেতু খালি কোনো প্লট নেই, তাই নতুন বিনিয়োগ সেভাবে না বাড়লেও, যারা পুরানো বিনিয়োগকারী প্রতিষ্ঠান আছে তারা তাদের ব্যবসা সম্প্রসারণ করছে।
তিনি বলেন, বর্তমানে ইপিজেডের ৪৮টি প্রতিষ্ঠানে কাজ করছে ৫০ হাজারেরও বেশি শ্রমিক, যার ৬৫ শতাংশই নারী। তৈরি হচ্ছে গার্মেন্টস অ্যাকসেসরিজ, সোয়েটার, ইলেকট্রনিক্স পার্টস, ফুটওয়্যার, সেফটি জ্যাকেটসহ নানা পণ্য। 
এদিকে, চাহিদা থাকা সত্ত্বেও নতুন বিনিয়োগকারীদের জন্য নেই পর্যাপ্ত প্লট। ফলে বিনিয়োগকারীরা বাধ্য হচ্ছেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুপাশে শিল্প প্রতিষ্ঠান গড়তে, যা নষ্ট করছে পরিবেশ। তাই অঞ্চলটিকে বাড়িয়ে নতুন প্লট বাড়ানোর দাবি ব্যবসায়ী নেতাদের।
কুমিল্লা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি জামাল আহমেদ বলেন, আমাদের কমিটমেন্ট ঠিকই ছিল, যারা এখানে ব্যবসা করেন তারা কমিটমেন্ট পেয়েছেন। ব্যবসায়ীরা মনে করেন যে শিল্প প্রতিষ্ঠান কুমিল্লাতে হলেই তাদের জন্য ভালো হয়। তবে এখন সীমিত প্রতিষ্ঠান রয়েছে। যদি এগুলোর সংখ্যা বাড়ানো হয় তাহলে এখানে আরো অনেক বেশি ক্রেতারা আসবে এবং রপ্তানি বেড়ে যাবে।
কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল মাহবুব বলেন, অনেকেই ইপিজেডের বাইরে শিল্প প্রতিষ্ঠান করছে। আমাদের নতুন যে ইপিজেড হচ্ছে, সেখানেও বিনিয়োগ পাচ্ছি আমরা এবং ইতোমধ্যেই চারটি প্রতিষ্ঠান রপ্তানি শুরু করেছে। এছাড়া ২৬৭ একরের কুমিল্লা ইপিজেডে রয়েছে ২৪০টি শিল্প প্লট। শুধু রপ্তানিই নয়, নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে বড় ভূমিকা রেখে চলেছে এই শিল্প অঞ্চল।

 
 












সর্বশেষ সংবাদ
ট্রাক-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
খনিজ সম্পদ নিয়ে সই হলো কিয়েভ-ওয়াশিংটন সমঝোতা স্মারক
সংঘর্ষে উড়ে গেছে বাসের ছাদ, তবু পাঁচ কিলোমিটার চালিয়ে গেলেন চালক
হায়দরাবাদকে হারিয়ে মুম্বাইয়ের টানা দ্বিতীয় জয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবেক এমপি বাহারের কুমিল্লার মুন্সেফবাড়ির জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাবেক গাড়ি চালককে হত্যার হুমকি দিলেন সূচি
সাবেক গাড়ি চালককে হত্যার হুমকি দিলেন সূচি
কুমিল্লায় ২২ পরীক্ষার্থী বহিষ্কার; দুই পরিদর্শককে অব্যাহতি
আজ লাকসামে জামায়াতের কর্মী সম্মেলন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২