শনিবার ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২
বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ১:০৯ এএম |


বিশেষ প্রতিবেদক: কুমিল্লার দেবিদ্বার উপজেলার বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার বার্ষিক সবক প্রদান ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) বিকাল ৩টায় মাদরাসা মাঠে ঢাকার ইবনে সিনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ নুরুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সবক প্রদান করেন টঙ্গীর তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ড. মুহাম্মদ হিফজুর রহমান।
বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য করেন- প্রবীণ আলেমে দীন দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ মসজিদের খতিব মাওলানা মো. ছিদ্দিকুর রহমান, দেবিদ্বার ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আলাউদ্দিন, রাজামেহার ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি আবু ইউসুফ, বিশিষ্ট শিক্ষানুরাগী এ.টি.এম মজিবুর রহমান বিএসসি, গল্লাই নবাবপুর আবেদানূর ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. সাইদুল ইসলাম, মাওলানা মো. রাইহান ছিদ্দিকী প্রমুখ।
এসময় অতিথিরা বিগত বার্ষিক পরীক্ষায় বিভিন্ন শ্রেণিতে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন।
আলোচনাসভায় প্রধান অতিথি মাওলানা ড. মুহাম্মদ হিফজুর রহমান বলেন- আল্লাহপাকের সন্তুষ্টি লাভ, ইহকাল ও পরকালের মুক্তি এবং ইসলামের মূল আকিদায় জ্ঞান অর্জন করে প্রকৃত সফলতা লাভের উপায় হিসেবে কাজ করছে বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসা। অনৈসলামিক সমাজ ব্যবস্থার সার্বিক পরিবর্তন সাধন করে পবিত্র কুরআন ও সুন্নাহর ভিত্তিতে ইসলামি জীবনব্যবস্থা গড়তে সহায়ক ভূমিকা রেখে প্রতিটি ঘরে ঘরে পবিত্র কুরআনের আলো ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে।
অনুষ্ঠানে অন্যান্য আলোচকগণ বলেন, মহান রাব্বুল আলামিন একজন ইমানদার ব্যক্তি বেঁচে থাকা পর্যন্ত এ পৃথিবীকে ধ্বংস করবেন না। বর্তমান সময়ে ইমানদার ব্যক্তি তৈরি হওয়ার প্রতিষ্ঠান হলো মাদরাসা, অন্য কোনো প্রতিষ্ঠান নয়। মাদরাসার শিক্ষার্থীদের জন্য ফেরেশতারা নুরের বিছানা বিছিয়ে দেন, গর্তের পিপীলিকা ও সমুদ্রের মৎস্য তাদের জন্য দোয়া করেন। তাই, আমাদের ছেলে-মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে দীনি শিক্ষার কোনো বিকল্প নেই।
শুভেচ্ছা বক্তব্যে প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী বলেন, বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসা তেমনই একটি প্রতিষ্ঠান, যেখানে দীনি শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষাও দেয়া হবে। এই প্রতিষ্ঠানের নিবেদিত শিক্ষকমন্ডলীর সহচর্যে গড়ে উঠবে আপনার সন্তানের কাঙ্খিত ভবিষ্যৎ, এমনই এক মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করছে বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসা।
পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রবীণ আলেমে দীন দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ মসজিদের খতিব মাওলানা মোঃ ছিদ্দিকুর রহমান। এসময় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।













সর্বশেষ সংবাদ
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা
জিম্বাবুয়ের বিপক্ষে স্পিনিং উইকেটের প্রয়োজন দেখেন না বাংলাদেশ কোচ
কুমিল্লা টাইগার্স ক্রিকেট একাডেমি ৫৬ রানে জয়ী
বিএসজেএ’র সভাপতি বাবু, সাধারণ সম্পাদক সুমন
চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ দল নিশ্চিত লা লিগারও
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবেক গাড়ি চালককে হত্যার হুমকি দিলেন সূচি
কুমিল্লায় ২২ পরীক্ষার্থী বহিষ্কার; দুই পরিদর্শককে অব্যাহতি
আজ লাকসামে জামায়াতের কর্মী সম্মেলন
মুরাদনগরের বীভৎস অবস্থা দেখে আহত হয়েছি
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২