মাসুদ পারভেজ।।
কুমিল্লায়
ভূমিকম্প অনুভূত। শুক্রবার বিকেল ৪ টা ৫২ মিনিটের সময় এ ভূকম্পনে হঠাৎ
কেঁপে কুমিল্লা। একই সঙ্গে এ ভূকম্পন অনুভূত হয় পার্শ্ববর্তী জেলা
ব্রাহ্মণবাড়িয়া এবং রাজনীতি ঢাকাতেও। যার রিখটার তার স্কেলের মাত্রা ছিল ৪।
এ ভূমিকম্পের উৎপত্তিস্থল কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্তবর্তী
এলাকায়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্র সূত্র ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে।
ভূমিকম্প
পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ওয়েবসাইটের তথ্য বলছে, ভূমিকম্পের
উৎপত্তিস্থল বাংলাদেশের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ও ভারত সীমান্ত এলাকায়।
কুমিল্লার খুব কাছাকাছি ছিল এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঢাকার আগারগাঁও
সেন্টার থেকে ১০৫ কিলোমিটার দূরে। এটি স্বল্পমাত্রা থেকে মাঝারি মাত্রার
ভূমিকম্প হিসেবে গণ্য হয়।
এদিকে, এর আগে গত ২৮ মার্চ (শুক্রবার)
মিয়ানমারে পরপর দুটি ভূমিকম্প হয়। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে
ওঠে। ওই দিন প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৭। পরে ১২ মিনিটের
ব্যবধানে আরেকটি ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল ৬ দশমিক ৪। শক্তিশালী
ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারে মান্দালয়ের সাগাইং শহরের কাছাকাছি। ওই
ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।