রণবীর ঘোষ কিংকর।
গাজায়
নিরপরাধ মুসলমানদের উপর বর্বর হামলার প্রতিবাদে কুমিল্লার চান্দিনায়
বিক্ষোভ মিছিল করেছে রেজভীয়া দরগাহ শরীফের নেতা-কর্মী ও ভক্ত মুরিদানরা।
ফিলিস্তিনিদের
প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের আগ্রাসন, নৃশংস গণহত্যা ও অবিরাম বোমা
হামলায় ধ্বংসলীলা এবং খাবার পানীয় সরবরাহ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে ও
ইসরাইলী পণ্য বর্জনের দাবীতে বিক্ষোভ করে তারা।
শুক্রবার (১১ এপ্রিল)
বাদ জুম্মা মুহিব্বিনে আহলে বাইত রেজভীয়া দরগাহ শরীফের ভক্ত মুরিদানের
উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল ছায়কোট তালিমুস সুন্নাহ অফিসের সামনে
থেকে শুরু হয়ে চান্দিনা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চান্দিনা পালকির
সামনে এসে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ইসরায়েলের
প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করে অবিলম্বে এই নৃশংস গনহত্যা
বন্ধ করাসহ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ও ইসরায়েলকে গণহত্যার দায়ে
দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিশ্ববিবেক ও মুসলিম বিশ্বকে কারবালা এবং
বদরের যুদ্ধের চেতনা নিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে জোর দাবী জানান
বক্তারা।
সমাবেশে বক্তব্য করেন রেজভীয়া তালিমুস সুন্নাহ বোর্ড
ফাউন্ডেশনের মহাসচিব মুফতী কাজী ছিদ্দিকুর রহমান নাজিরী, আল্লামা মাওলানা
এম এ মবিন আনোয়ারী, আবদুল হাকিম( অব:) মুফতী কাজী আবদুর রশিদ, মাওলানা শাহ
আলম নাজিরী, মুফতী আবদুল হাকিম নাজিরী, মাওলানা আনোয়ার উল্লাহ, মুফতী
হুমায়ুন কবির নাজিরী, মো: সালাহ উদ্দিন, মাওলানা সাদ্দাম হোসেন, মাওলানা
ওয়ালী উল্লাহ নাজিরী, প্রভাষক জামাল হোসেন, মো: শরীফুল ইসলাম, আবদুর রহিম,
কাজী মনির হোসেন, আবুল কাসেম, নজরুল ইসলাম বকশী প্রমুখ।