বিশেষ
প্রতিবেদক: কুমিল্লার চান্দিনায় অজ্ঞাত গাড়ি চাপায় পিষ্ট হয়ে ৩৭ বছর বয়সী
এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করলেও এ
রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯টা) পরিচয় সনাক্ত করতে পারেনি।
শুক্রবার (১১
এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাড়কের চান্দিনা উপজেলার
তীরচর এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুরে লাশ উদ্ধার
করে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মনিরুল ইসলাম জানান, দুপুর
আড়াইটায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত গাড়ির চাপায় তিনি
নিহত হয়েছেন। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।