রোববার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১
কুমিল্লা সিটির মেয়র পদে আবুর প্রার্থীতার খবরে আলোড়ন
তানভীর দিপু:
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ১:২৭ এএম আপডেট: ১২.০৪.২০২৫ ২:০১ এএম |


কুমিল্লা সিটির মেয়র পদে আবুর প্রার্থীতার খবরে আলোড়ন
‘দল চাইলে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিয়ে মেয়র পদে প্রার্থী হতে চাই’- কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর এমন বক্তব্যে আলোড়ন শুরু হয়েছে কুমিল্লায়। কুমিল্লার জনপ্রিয় ও পাঠকনন্দিত দৈনিক কুমিল্লার কাগজ পত্রিকার ডিজিটাল প্লাটফর্মে প্রচারিত এক সাক্ষাৎকারেকুমিল্লা সিটিকর্পোশনের মেয়র পদে প্রার্থী হওয়ার আশাবাদ ব্যক্ত করে আবু। কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে অংশ নেয়া নিয়ে ইতোমধ্যে কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও তোড়জোড় রয়েছে। পাঁচ আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক অঙ্গনের নতুন সমীকরণের যে হাওয়া লেগেছে সেটির বহিঃপ্রকাশে যেন কুমিল্লার বিএনপির রাজনীতিতে প্রভাবশালী এই নেতার বক্তব্য এখন টক অব দ্যা টাউন। 
উদবাতুল বারী আবু কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি দায়িত্ব পালন করেছেন। কুমিল্লা মহানগর যুবদলের সভাপতি ছিলেন। দীর্ঘদিন কুমিল্লা মহানগর বিএনপির আহবায়কের দায়িত্ব পালনের পর গত ২৫ ফেব্রুয়ারি সম্মেলনের মাধ্যমে তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পান।
সারাদেশে অন্যান্য সিটি কর্পোরেশনগুলোর তুলনায় কুমিল্লা সিটি কর্পোরেশনে মেয়র পদে নির্বাচন নিয়ে সবসময়ই থাকে উত্তেজনা। এর আগে আওয়ামী লীগ সরকারের সময় ক্ষমতাসীন দলটির মেয়র প্রার্থীদের পরাজিত করে দুইবার নির্বাচিত হয়েছিলেন বিএনপি নেতা মনিরুল হক সাক্কু। আবার দুই দফায় আওয়ামী লীগ প্রার্থীদের কাছে তিনি পরাজিতও হন। এছাড়া বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সারও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হলেও উল্লেখযোগ্য সংখ্যক ভোট পাওয়া সে সময় আলোচনার সৃষ্টি করে। 
তাই আওয়ামী লীগ সরকার পতনের পর ৫ ই আগস্ট পরবর্তী সময়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণার গুঞ্জন রয়েছে, এর মধ্যেই উদবাতুল বারী আবু নিজমুখে এই সম্ভাবনার কথা জানালেন। তার এই বক্তব্য প্রচারের পরেই কুমিল্লা মহানগরীতে অনলাইনে ও অফলাইনে শুরু হয়েছে নানা আলোচনা। এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে আগামী নির্বাচনে কুমিল্লা মহানগরের বিএনপির কান্ডারি কে হবেন তা নিয়েও। এরই মধ্যে বেশ কয়েকজন নেতার সমর্থকরা ও তাদের পক্ষে ফেসবুক পোস্ট করে জানান দিচ্ছেন সে সব নেতাদের সম্ভাবনার কথাও। 
কুমিল্লা কাগজের বিশেষ ওই সাক্ষাৎকারে মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু সুস্পষ্ট ভাবে জানান, আমরা যারা দীর্ঘদিন তৃনমূলে সক্রিয়ভাবে রাজনীতি করি আমাদের সবসময়ই ইচ্ছা থাকে জনগণের ভোটে নির্বাচিত হয়ে মানুষের সেবা করার। আমারও ইচ্ছে আছে- আল্লাহ তাআলার যদি হুকুম হয় আর দল যদি মনোনয়ন দেয় তাহলে আগামী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করতে চাই। 
তবে দলের হাই কমান্ড থেকে এখনো পর্যন্ত নির্বাচনের কোন বিষয়ে সিদ্ধান্ত আসেনি বলে জানিয়ে উদবাতুল বারী আবু বলেন, ৫ ই আগস্ট এর আগে আমাদের উপর নির্দেশনা ছিল আন্দোলন বেগবান এবং সফল করার জন্য, আমরা সেটি করেছি। ৫ই আগস্ট পরবর্তী সময়ে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক আমাদের নেতা জনাব তারেক রহমানের একটি বক্তব্য আমাকে নাড়া দিয়েছে। সেটি হলো তিনি আমাদের নেতাকর্মীদের বলেছেন, ভয় দেখিয়ে নয় বরং ভালোবেসে মানুষের মন জয় করতে হবে। তাই আমরা মহানগর বিএনপি এবং আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করছি ভালো কাজের মাধ্যমে মানুষের মন জয় করার জন্য। 
বর্তমান সময়ে কুমিল্লা মহানগর বিএনপি অতীতের অন্যান্য সময়ের তুলনায় বেশি সু সংগঠিত আছে উল্লেখ করে উদবাতুল বারী আবু বলেন, আমরা ইতোমধ্যে কুমিল্লা মহানগরীর প্রতিটি ওয়ার্ডে কমিটি ঘোষণা করেছি। আবার বড় বড় ওয়ার্ডগুলোতে আমরা ব্লক কমিটিও করেছি। যা আসন্ন যে কোন নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত করতে সাংগঠনিক শক্তি হিসেবে কাজ করবে। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থকরা নিরহংকারী, ধর্মভীরু ও সৎ হয় বলে উল্লেখ করে বিএনপি'র এই নেতা বলেন, বিগত ১৬ বছরেও আমাদের যে কোন আন্দোলনে সংগ্রামে নেতাকর্মীর অভাব হয়নি। জীবনের মায়া অপেক্ষা করেও অনেকে আন্দোলনের সংগ্রামে এসেছে। সকল প্রান্তিকালে বিএনপি'র নেতাকর্মীরা এক ও অভিন্ন থেকে বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমানের প্রতি আস্থা প্রকাশ করেছেন। ৫ ই আগস্ট পরবর্তী সময়ে পরিস্থিতি অনেক পরিবর্তিত হয়েছে। আমাদের প্রতিপক্ষ যারা আছে তারা অনেক প্রশিক্ষিত। আমি দলের শিশু নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করব তারা যদি আমাদের নেতাকর্মীদের রাজনৈতিক দীক্ষা প্রশিক্ষণের মাধ্যমে দিতে পারেন, তাহলে শুধু বাংলাদেশ নয় পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে বিএনপি সবচেয়ে বেশি সংগঠিত দল হিসেবে পরিচিত পাবে। আমাদের নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারন করে রাজনীতি করে আসছে। বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমানকে ভালবেসেই তারা বিএনপিকে সমর্থন করে আসছে। দলের নেতৃত্বের দায়িত্বে যারা আছে তারা প্রশিক্ষিত হয়েছে, কিন্তু যারা সাধারণ সমর্থক রয়েছে আমি মনে করি তাদেরও রাজনৈতিক প্রশিক্ষণ প্রয়োজন। 
আগামী নির্বাচন বিএনপির জন্য কোন চ্যালেঞ্জ দাঁড়াবে না বলে জানিয়ে উদবাতুল বারী আবু বলেন, আমি বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে কুমিল্লাকে যতটুকু চিনি সেই প্রেক্ষিতে বলতে পারি বাংলাদেশের মানুষ এখনো বিএনপি'র কোন বিকল্প দেখছে না। আগামী ৫০ বছরেও বিএনপির বিকল্প কেউ খুঁজে পাবে না। তাই আমি মনে করি মানুষ বিএনপিকে ভালোবেসেই তোমাকে আমি কিভাবে ভোট দেবে এবং আগামী নির্বাচনে বিপুল ভোটে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে বিএনপি সরকার গঠন করবে।






















সর্বশেষ সংবাদ
কুমিল্লা সদরসহ তিন আসন থেকে মনোনয়ন চাইবেন মনির চৌধুরী
বিজয়পুরে মৃৎশিল্পেররপ্তানি সম্ভাবনা আটকে আছে জ্বালানি গ্যাসে
নববর্ষকে ঘিরে কুমিল্লায় বাইন্ডিং প্রতিষ্ঠানে হালখাতা তৈরির ধুম
দাউদকান্দিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার
দাউদকান্দিতে ছিনতাইকারী গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সিটির মেয়র পদে আবুর প্রার্থীতার খবরে আলোড়ন
বাঁশির গ্রাম কুমিল্লার শ্রীমদ্দী
কুমিল্লা মহানগরী জামায়াতের গণসংযোগ পক্ষ উদ্বোধন
দেশে ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
চান্দিনায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তি নিহত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২