নিজস্ব
প্রতিবেদক: বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পরিচালনায় ও কুমিল্লা জেলা
রোভারের ব্যবস্থাপনায় আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র লালমাইয়ে ৪
দিনব্যাপী ১৬ ও ১৭তম কোর্স ফর রোভার মেট কোর্স মহা তাবু জলসা মাধ্যমে
সমাপ্ত হয়।
গতকাল সন্ধ্যায় ১৭তম কোর্স ফর রোভার মেট এর কোর্স লিডার
শরিফ জসীম এএলটি সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা
প্রসাশক শিক্ষা ও আইসিটি মো. তৌহিদুল ইসলাম, প্রধান স্কাউট ব্যক্তিত্ব
ছিলেন কুমিল্লা জেলা রোভারের কমিশনার মাসুক আলতাফ চৌধুরী।
বাংলাদেশ
স্কাউটস কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের
প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য
রাখছেন বক্তব্য রাখেন ১৬তম কোর্স ফর রোভার মেটের কোর্স লিডার ও লিডার
ট্রেইনার অধ্যাপক মো. আবু তাহের ।
এ সময় উপস্থিত সহকারি লিডার ট্রেইনার
আফরোজ সরকার, কোর্সের প্রশিক্ষক চট্রগাম জেলা রোভারের সাবেক যুগ্ন সম্পাদক
মোহাম্মদ এনাম, সরকারি আলাওল কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ফজিলাতুন্নিসা
ডলি, কুমিলা জেলা রোভারের কোষাধ্যক্ষ মাঈনুদ্দীন খন্দকার, কাজী মোহাম্মদ
শফিকুল ইসলাম কলেজের সহকারি অধ্যাপক মোহম্মদ আশরাফুল ইসলাম হাজারী, রুপসী
বাংলা কলেজের অধ্যক্ষ ইয়াছিনুর রহমান, ক্যান্টনমেট কলেজের রোভার স্কাউট
লিডার শহিদুল ইসলাম, পিআরএস দিদারুল হক রিমন,
আবু বকর সিদ্দিকী, তাসলিমা আক্তার, লিয়াকত আলী।
কোর্স ফর রোভার মেট কোর্সে রোভার স্কাউটদের দক্ষতার বৃদ্ধির জন্য হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।