বুধবার ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২
মনোহরগঞ্জে সাবেক হেড মাস্টার আবুল খায়ের স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে
খেলাধুলার মাধ্যমে যুব ও ছাত্র সমাজকে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গঠনে কাজ করতে হবে - সোলায়মান চৌধুরী
মোঃ হুমায়ুন কবির মানিক ।।
প্রকাশ: রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ১০:২৮ পিএম |

খেলাধুলার মাধ্যমে যুব ও ছাত্র সমাজকে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গঠনে কাজ করতে হবে - সোলায়মান চৌধুরী কুমিল্লার "মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের" আয়োজনে মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজের সাবেক হেড মাস্টার আবুল খায়ের মিয়া স্মৃতি অর্ধ লক্ষ টাকা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার (১২এপ্রিল) বিকাল ৪টায় স্থানীয় মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত খেলার ফাইনাল ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী।
এসময় তিনি বলেন -খেলা ধুলার মাধ্যমে ছাত্র ও যুব সমাজ মাদক,মোবাইল, সন্ত্রাস এবং জঙ্গিবাদসহ বিভিন্ন আসক্তি থেকে দূরে থাকে।খেলাধুলার মাধ্যমে মানুষ প্রতিযোগী হয়ে ওঠে।
তাই খেলাধুলার মাধ্যমে যুব ও ছাত্র সমাজকে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গঠনে কাজ করতে হবে।
তিনি বলেন -বাংলাদেশে ফুটবলের জনপ্রিয়তা ছিলো আকাশ চুম্বি।কিছু অসাধু নেতৃত্ব আমাদের সেই ঐতিহ্যকে হারাতে পরিকল্পিত ভাবে কাজ করেছে।আমাদের সেই ঐতিহ্য ফিরাতে গ্রামগঞ্জ থেকে পুনরায় প্রচেষ্ঠা করতে হবে। আজকের ফাইনালে দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি আমাদেরকে আশাবাদী করে তুলছে। 

বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ড.এ কে এম জাহাঙ্গীর,মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উপদেষ্টা এবং  পল্লী বিদ্যুৎ সমিতি ২ও ৪এর সাবেক পরিচালক  আবদুল খালেক মোল্লা,

মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম মুনসুর, মাসুদুল আলম বাচ্চু,মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবদুল মতিন প্রমুখ।

খেলাধুলার মাধ্যমে যুব ও ছাত্র সমাজকে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গঠনে কাজ করতে হবে - সোলায়মান চৌধুরী
মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে,  সাংবাদিক ফিরোজ আলম ও আরিফুর রহমানের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সহ সভাপতি মোস্তাফিজুর রহমান শামীম,  সেক্রেটারি মাইন উদ্দিন সোহাগ প্রমুখ।
খেলায় মির্জাপুর স্পোর্টিং ক্লাব ১-০গোলে কেয়ারী ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।












সর্বশেষ সংবাদ
বর্ষবরণে বর্ণিল আয়োজন
কলকাতায় ‘সেরা বাঙালি সম্মাননা’ পেলেন বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেসসচিব তারিক চয়ন
কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিদেশি রাইফেল, শটগান উদ্ধার
লালমাইয়ে ছিলোনিয়া দিঘি থেকে মানুষের মাথার খুলি ও হাড় উদ্ধার
জায়গা দখল সংক্রান্ত বিষয়ে লাকসামের মজির আহমেদকে কারণ দর্শানোর নোটিশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জায়গা দখল সংক্রান্ত বিষয়ে লাকসামের মজির আহমেদকে কারণ দর্শানোর নোটিশ
লালমাইয়ে ছিলোনিয়া দিঘি থেকে মানুষের মাথার খুলি ও হাড় উদ্ধার
তিতাসে প্রবাসী স্বপন হত্যা মামলার আসামি দুই সহোদর গ্রেপ্তার
‘মনে হচ্ছে, সব কিছুই ধ্বংস হয়ে যাচ্ছে’
ইরানে হামলায় ৮ পাকিস্তানি নিহত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২