কুমিল্লার "মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের" আয়োজনে মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজের সাবেক হেড মাস্টার আবুল খায়ের মিয়া স্মৃতি অর্ধ লক্ষ টাকা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২এপ্রিল) বিকাল ৪টায় স্থানীয় মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত খেলার ফাইনাল ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী।
এসময় তিনি বলেন -খেলা ধুলার মাধ্যমে ছাত্র ও যুব সমাজ মাদক,মোবাইল, সন্ত্রাস এবং জঙ্গিবাদসহ বিভিন্ন আসক্তি থেকে দূরে থাকে।খেলাধুলার মাধ্যমে মানুষ প্রতিযোগী হয়ে ওঠে।
তাই খেলাধুলার মাধ্যমে যুব ও ছাত্র সমাজকে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গঠনে কাজ করতে হবে।
তিনি বলেন -বাংলাদেশে ফুটবলের জনপ্রিয়তা ছিলো আকাশ চুম্বি।কিছু অসাধু নেতৃত্ব আমাদের সেই ঐতিহ্যকে হারাতে পরিকল্পিত ভাবে কাজ করেছে।আমাদের সেই ঐতিহ্য ফিরাতে গ্রামগঞ্জ থেকে পুনরায় প্রচেষ্ঠা করতে হবে। আজকের ফাইনালে দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি আমাদেরকে আশাবাদী করে তুলছে।
বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ড.এ কে এম জাহাঙ্গীর,মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উপদেষ্টা এবং পল্লী বিদ্যুৎ সমিতি ২ও ৪এর সাবেক পরিচালক আবদুল খালেক মোল্লা,