তানভীর দিপু:
ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চ মাসে কুমিল্লায় ১১৫ টি মামলা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন অপরাধের দায়ে কুমিল্লার ১৮ টি থানায় এসব মামলা দায়ের করা হয়েছে শুধু মার্চ মাসে। ফেব্রুয়ারি মাসে কুমিল্লা জেলায় মামলা দায়েরের সংখ্যা ছিল ৩৪৪ টি, মার্চ মাসে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫৯। গতকাল কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এপ্রিল মাসের জেলায় শৃঙ্খলা কমিটির সভার কার্যপত্র থেকে এসব তথ্য জানা গেছে।
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার। এ সময় আইন শৃঙ্খলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভার কার্যপত্র বিবরণীতে উল্লেখ করা হয়, প্রাপ্ত তথ্য মোতাবেক ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চ মাসের ডাকাতি, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, চাঁদাবাজি, চুরি, আহত, অস্ত্র আইন, মাদক দ্রব্য মামলা বৃদ্ধি পেয়েছে। দস্যুতা, খুন, ছিনতাই, চোরাচালান, দ্রুত বিচার মামলা হ্রাস পেয়েছে।
কার্যপত্র সূত্র থেকে জানা গেছে, মার্চ মাসে কুমিল্লা জেলায় সবচেয়ে বেশি মামলা দায়ের হয়েছে মাদকদ্রব্য আইনে ১৬০ টি, এছাড়া নারী ও শিশু নির্যাতন আইনে ৩৮ টি, ধর্ষণের ঘটনায় ১৯ টি, খুনের ঘটনায় ৭ টি, ডাকাতির ঘটনায় ৫ টি, আহত হবার ঘটনায় ১১৫ টি।
তবে কার্যপত্র বিবরণী বলছে মার্চ মাসে উল্লেখযোগ্য আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এই মাসের শুধুমাত্র জেলা পুলিশের অভিযানে তিনটি বিদেশি পিস্তল, চারটি পাইপ গান, দুইটি এলজি, ১৩ রাউন্ড গুলি, ২৬ টি কার্তুজ ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এছাড়াও র্যাব ১১ দুইটি পাইপ গান, পাঁচ রাউন্ড গুলি সহ একজনকে গ্রেফতার করেছে।
এছাড়াও অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করন প্রসঙ্গে বলা হয় মার্চ মাসে তিনটি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। এছাড়া ছাড়পত্র বিহীন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন এন্ড ফোর্সমেন্ট মামলায় পাঁচটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
এদিকে অগ্নিকাণ্ড প্রতিরোধ সংক্রান্ত তথ্যের জানানো হয়েছে, মার্চ মাসে কুমিল্লা জেলায় ৪৪ টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটা বন্ধ এবং গুঁড়িয়ে দেওয়ার বিষয়ে অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপনা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী চারটি অভিযানে চারটি মামলায় ১১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
নৃত্য প্রয়োজনেও পণ্যের মূল্য সহনীয় রাখা ও খাদ্যে ভেজাল রোধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা মার্চ মাসে ২৬ টি তদারকি অভিযানে ৫০টি প্রতিষ্ঠানকে লাখ ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে জেলা ও উপজেলা প্রশাসন কর্তৃক মার্চ মাসে ১৫১ টি মোবাইল কোড পরিচালনা করে ৩১৩ টি মামলায় ৩৭ লাখ ১৫ হাজার ৭০ টাকা জরিমানা সহ ৬ জনকে কারাদন্ড ও ৪৪ জনকে উভয় দণ্ড প্রদান করা হয়।
নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন ও নিচু জমিতে বালু দ্বারা ভরাটকারি, পাহাড় কাটা দের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইনে ২২ টি অভিযানে ১০ মামলায় ১১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সহ দুইজনকে কারাদণ্ড প্রদান করা হয়।
কার্যপত্র বিবরণীতে জানানো হয়, মার্চ মাসে ছয়টি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হন এবং সাত জন আহত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিনের সঞ্চালনায় আইনশৃঙ্খলা কমিটির সবাই অংশগ্রহণ করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, ১০ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ, কুমিল্লা আদালতের পিপি কাইমুল হক রিঙ্কু, কুমিল্লা জেলা সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশির আহমেদ, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা সহ বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিগণ সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।