২০২৪ সালের ১৬ জুলাই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তারকা দম্পতি রিচা চাড্ডা ও আলি ফজল। সেই সুখবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। এবার রিচা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোস্ট-পার্টম ডিপ্রেশন নিয়ে পোস্ট করেছেন। লিখেছেন তার ইমোশনাল স্ট্রাগলের কথা।
রিচা লিখেছেন, ‘গত কয়েক মাস ধরে নতুন মা হিসেবে দায়িত্ব সামলাচ্ছি। আমার মধ্যে আবেগের মহাসমুদ্রের জন্ম হয়েছে।’ বারবারই নানা বিষয়ে নিজের মতামত জানিয়েছেন রিচা। ফলে মাতৃকালীন অবসাদ নিয়েও যে তিনি স্পষ্ট কথাই লিখবেন, সে আর বলার অপেক্ষা রাখে না।
অভিনেত্রীর কথায়, ‘বয়সে ছোট কিংবা বড়, আস্তিক কিংবা নাস্তিক, যার সঙ্গেই কথা বলি না কেন, দুঃখ কিছুতেই পিছু ছাড়ছে না। মনে হচ্ছে, সব কিছুই ধ্বংস হয়ে যাচ্ছে। কোথাও কোনও আশা দেখতে পাচ্ছি না। নিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছি।’
মাতৃত্বকালীন হতাশা নতুন কিছু নয়। অনেক নতুন মাকেই এই অবসাদের মধ্যে দিয়ে যেতে হয়। অভিনেত্রীর এই পোস্ট আরও একবার বুঝিয়ে দিয়েছে, মায়েদের মানসিক অবসাদ অবহেলার বস্তু নয়। এতে একজন নারীর জীবন পুরোপুরি পাল্টে যেতে পারে।
রিচার পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনরা লিখেছেন, ‘এই কথাগুলো বলার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। বহু বার বিষয়টি নিয়ে ভেবেছি।’ রিচার এই পোস্ট অনেক মায়ের মনের যন্ত্রণাকে সামনে এনে দাঁড় করিয়েছে।