সোমবার পহেলা বৈশাখ বাংলা
নববর্ষ উদযাপন উপলক্ষে বুড়িচং উপজেলা সদরে অবস্থিত এরশাদ ডিগ্রী কলেজের
উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন কলেজের অধ্যক্ষ
মোঃ দেলোয়ার হোসেন খান।
প্রধান অতিথি কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও
যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল হাসান রিপন বাংলা নববর্ষের তাৎপর্য ও গুরুত্ব
নিয়ে কথা বলেন। তিনি বাংলার ঐতিহ্য ইতিহাস সংস্কৃতি সকল শিক্ষক
শিক্ষিকা-শিক্ষার্থী এবং অভিভাবকদের সামনে তুলে ধরেন। তিনি সকলের প্রতি
আহবান জানান- বাংলার ঐতিহ্য সংস্কৃতি না ভুলে, তা ধারন করে রাখতে হবে।
বাংলার ও বাঙালির ঐতিহ্য ইতিহাস সংস্কৃতি সকলকে বিশ্ব দরকার তুলে ধরতে
হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের শিক্ষানুরাগী অধ্যক্ষ মুহাম্মদ
আবু তাহের, কলেজের প্রাক্তন ছাত্র দৈনিক যুগান্তর প্রতিনিধি এবং কুমিল্লার
কাগজের স্টাফ রিপোর্টার সৌরভ মাহমুদ হারুন।
উপস্থিত ছিলেন কলেজের
সহকারী অধ্যাপক যথাক্রমে মনোয়ারা খাতুন, মুহাম্মদ এনামুল হক বাংলা, এনামুল
হক যুক্তি বিদ্যা, মিয়া মোহাম্মদ আনোয়ার মোর্শেদ, মোঃ আবুল হাসেম, মোঃ
শিহাব উদ্দিন, কামরুল হাসান নাসিম, কবির হোসেন ভূইয়া, আফরোজা শাহীন, নাফিজা
সুলতানা, রিপন চন্দ্র সরকার, সুমন মিত্র, রেজাউল হক, সাইফুল ইসলাম, ফাতেমা
তোজ জোহরা, তাসলিমা আক্তার ইনান, মোঃ ওায়সিম খন্দকার, তাসনিম তাবাসসুম,
সামসুন নাহার, সামসুন নাহার সেলী, লাইব্রেরিয়ান মোঃ কামাল হোসেন, অফিস
প্রধান অমর কৃষ্ণ শীল, অফিস সহকারী আবু কাউসার, নজরুল ইসলাম, শ্যামল চন্দ্র
দাস, ববিতা রানী শীল, তিতাস চন্দ্র শীল প্রমুখ।