এশিয়া লাইনের সুপারভাইজার ইসমাইল গতকাল এক যাত্রীকে দামি মোবাইল পেয়ে ফেরত দেন। যাত্রী মেঝবা উদ্দিন জানান, রাত ১১টা ৫০মিনিটে তিনি কুমিল্লা থেকে ঢাকায় পৌঁছেন। শাসনগাছা এশিয়া লাইনের যাত্রী হয়ে সন্তান ও সস্ত্রীক ঢাকায় যান। পথিমধ্যে তার পুত্র সন্তান বমি করলে সুপারভাইজার ইসমাইল তাকে আন্তরিকভাবে সাহায করেন। তখন তিনি বাসে তার দামী মোবাইল রেখে চলে যান। বাস থেকে নামার পর মেঝবা উদ্দিন অন্য একটি মোবাইলে যোগাযোগ করলে সেই ইসমাইল জানান দেন মোবাইলটি তার কাছে বাসে রয়েছে। ইসমাইল বলেন, আপনি সিএনজি বা যে কোন উপায়ে চলে আসেন। মেঝবা উদ্দিন ফিরে গেলে ইসমাইল তাকে মোবাইলটি ফেরত দেন। হযরত পাড়া গ্রামের বাসিন্দা মেঝবা উদ্দিন বলেন, আমি ইসমাইলের প্রতি কৃতজ্ঞ। আমার বিশ^াস, পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে। গাড়ির নম্বর ১৪-৯০১৬।