শনিবার ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২
প্রকাশ্যে নারীকে মারধর :
দে‌বিদ্বা‌রের বিএনপির দুই নেতা‌কে শোকজ
শাহীন আলম
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ১:২০ এএম আপডেট: ১৭.০৪.২০২৫ ২:২৬ এএম |


দে‌বিদ্বা‌রের বিএনপির দুই নেতা‌কে শোকজ কু‌মিল্লার দে‌বিদ্বা‌রে হাসিনা আক্তার না‌মে এক নারী‌কে মারধর করায় দেবিদ্বার
উপজেলার ভানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল আউয়াল ও ৩ নং
ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. শাহজাহান‌কে শোকজ করা হয়েছে। একই সা‌থে
তা‌দের‌কে সকল দলীয় কর্মকাণ্ড থে‌কে বিরত থাকার নি‌র্দেশ দেওয়া হয়।
কু‌মিল্লা উত্তর জেলা বিএন‌পির বিএন‌পির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার ও
সদস‌্য স‌চিব এ এফ এম তা‌রেক মুন্সীর স্বাক্ষ‌রিত ওই চি‌ঠি‌তে বলা হয়, গত ১২
এপ্রিল শনিবার দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের সূর্যপুর গ্রামের হাসিনা
আক্তার নামে এক নারীকে শারীরিকভাবে মারধর করা হয়। যার একটি ভিডিও
সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর ফলে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
উক্ত বিষয়টি জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে
ছড়িয়ে পড়ায় ব্যাপক নিন্দার ঝড় উঠেছে। বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল
(বিএনপি) এবং জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। দলের ভাবমূর্তি
ক্ষুন্ন করার কারণে অভিযুক্তদের কেন দল থেকে বহিষ্কার করা হবে না তা সুনির্দিষ্ট
প্রমাণসহ আগামী তিন দিনের জানাতে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। পরবর্তী
নির্দেশ দেওয়ার পূর্ব পর্যন্ত দলের সকল কর্মকান্ড থেকে বিরত থাকার জন্যও উক্ত
দুজন‌কে নির্দেশ প্রদান করা হয়।
এ বিষয়ে ভানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল আউয়াল বলেন,
গ্রামের একটি চক্র সামান্য এই ঘটনাটিকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা করছে।
আলী আশ্রাফ নামে এক ব্যক্তি ওই মহিলা থেকে দুই লক্ষ টাকা পাবে । ওই পাওনা
টাকার জন্য আলী আশ্রাফ আমাদের শরনাপন্ন হলে আমরা সবাই ওই নারীকে পাওনা
টাকা পরিশোধ করতে বলি । এতে ওই নারী ক্ষিপ্ত হয়ে আমাদের গালিগালাজ শুর করে।
আমরা তাকে গালিগালাজ করতে নিষেধ করলেও সে থামেনি। পরবর্তীতে তার
প্রতিবেশী এক চাচা ওই নারীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এই ঘটনার একটি
ভিডিও ছড়িয়ে পড়ে। আমরা তাকে মারধর করিনি। আমাদের কাছে শোকজ চাওয়া
হয়েছে। আমরা তিন দিনের মধ্যে শোকজের জবাব দেব।


 












সর্বশেষ সংবাদ
ঘোষিত ডেট লাইনের মধ্যেই সংস্কার শেষে নির্বাচন দিতে হবে
কুমিল্লার ৪ আসনে প্রার্থী ঘোষণা করল জামায়াত
কমিটি করলে ওয়ার্ডের সবাইকে আসামি করে দিতো, আপনাদের নিরাপত্তার জন্যই কমিটি করিনি -হাজী আমিন উর রশিদ ইয়াছিন
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
চুরির অপবাদ সইতে না পেরে শরীরে আগুন দেওয়া সেই অটো চালকের মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবেক গাড়ি চালককে হত্যার হুমকি দিলেন সূচি
কুমিল্লায় ২২ পরীক্ষার্থী বহিষ্কার; দুই পরিদর্শককে অব্যাহতি
আজ লাকসামে জামায়াতের কর্মী সম্মেলন
মুরাদনগরের বীভৎস অবস্থা দেখে আহত হয়েছি
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২