শনিবার ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২
ডেসটিনির রফিকুল আমীনের নেতৃত্বে নতুন দল ‘আ-আম জনতা পার্টি’
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ২:৩৫ পিএম |

ডেসটিনির রফিকুল আমীনের নেতৃত্বে নতুন দল ‘আ-আম জনতা পার্টি’বাংলাদেশ আ-আম জনতা পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠন করলেন ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আনুষ্ঠানিকভাবে এ দলের নাম ঘোষণা করেন তিনি।


নতুন এ দলটির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন নিজেই ও সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন গণঅধিকার পরিষদের সাবেক নেত্রী ফাতিমা তাসনিম।

শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।

491277209_1889166748537616_7466325543838370903_n(1)
দলের ভবিষ্যৎ লক্ষ্য-উদ্দেশ ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন মোহাম্মদ রফিকুল আমীন। তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, সাম্প্রদায়িকতা প্রতিরোধ, জেন্ডার সমতা নিশ্চিতকরণ, নারীর ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা, অনুন্নত সম্প্রদায় এবং অনগ্রসর গোষ্ঠীর প্রতি বিশেষ দৃষ্টি রাখবে ’বাংলাদেশ আ-আম জনতা পার্টি’।

তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও দেশের মানুষ নানা রকম বঞ্চনা ও বৈষম্যের সাথে লড়ছে। আমরা জনগণের মৌলিক অধিকার বাস্তবায়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে চাই। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত, নতুন এ দলটির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন ডেসটিনি গ্রুপের পাশাপাশি বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক ডেসটিনি পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। অর্থপাচার ও ডেসটিনি ট্রি প্লান্টেশন প্রকল্প নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় দীর্ঘদিন কারাগারে ছিলেন। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি কারামুক্ত হন।

অপরদিকে, দলটির সদস্য সচিবের দায়িত্ব পাওয়া ফাতিমা তাসনিম গত ১৩ এপ্রিল ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের দল গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেন। তা ১৫ এপ্রিল নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান দেন। সে সময় তিনি জানিয়েছিলেন গণঅধিকার পরিষদ ছাড়লেও রাজনীতি ছাড়ছেন না।












সর্বশেষ সংবাদ
ঘোষিত ডেট লাইনের মধ্যেই সংস্কার শেষে নির্বাচন দিতে হবে
কুমিল্লার ৪ আসনে প্রার্থী ঘোষণা করল জামায়াত
কমিটি করলে ওয়ার্ডের সবাইকে আসামি করে দিতো, আপনাদের নিরাপত্তার জন্যই কমিটি করিনি -হাজী আমিন উর রশিদ ইয়াছিন
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
চুরির অপবাদ সইতে না পেরে শরীরে আগুন দেওয়া সেই অটো চালকের মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবেক গাড়ি চালককে হত্যার হুমকি দিলেন সূচি
কুমিল্লায় ২২ পরীক্ষার্থী বহিষ্কার; দুই পরিদর্শককে অব্যাহতি
কুমিল্লার ৪ আসনে প্রার্থী ঘোষণা করল জামায়াত
আজ লাকসামে জামায়াতের কর্মী সম্মেলন
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২