কুমিল্লার মনোহরগঞ্জে পদ্মা জেনারেল হসপিটালের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সদরে খোদাই ভিটা সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়ে হসপিটালটি উদ্বোধন করা হয়। মনোহরগঞ্জ পদ্মা জেনারেল হসপিটাল এমডি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ সুলতান খোকন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মনোহরগঞ্জ পদ্মা জেনারেল হসপিটাল উদ্বোধনের মধ্য দিয়ে উপজেলা সদর অঞ্চল ও আশপাশের মানুষের উন্নত চিকিৎসা সেবায় নয়া দিগন্তের উম্মোচন হয়েছে। হসপিটালটি উপজেলার হতদরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করবে বলে আমরা আশাবাদী। বিশেষ করে এখানকার গরিব মানুষগুলো যেন স্বল্প খরচে উন্নত সেবা পায় সে লক্ষে হসপিটাল কর্তৃপক্ষ কাজ কববেন। এসময় তিনি ভুল চিকিৎসায় যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুল আলম বাচ্চু, বিএনপি নেতা মো. শাহজাহান, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামরুজ্জামান, বাহারুল আলম বাবর প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন, হসপিটাল পরিচালক মহিব উল্যাহ ভূঁইয়া, মিলন মাহমুদ খোকন, হুসাইন হেলাল, আনোয়ার হোসেন, আবদুল্লাহ আল-মামুন সুমন, নুরুল হক ভূইয়া, মনোহরগঞ্জ কেন্দ্রীয় মসজিদের সাবেক খতিব মাওলানা আবদুল রব, উপজেলা ছাত্রদলের সভাপতি মোবারক হোসেন বিল্লাল, সদস্য সচিব নূর মোহাম্মদ মেহেদী, উপজেলা হেফাজত ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোহরগঞ্জ উত্তর শাখার সভাপতি মাওলানা নোমান আহমেদ, উপজেলা ছাত্রদের যুগ্ম আহ্বায়ক মিনারসহ বিভিন্ন সামাজিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির সমাপনী বক্তব্যে হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের অব্যাহত সহযোগিতা কামনা করেন।