কুমিল্লায়
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বৃহস্পতিবার (১৭ এপ্রিল) কুচাইতলী এলাকায়
অভিযান চালিয়ে ক্ষতিকারক নিষিদ্ধ রঙ ব্যবহার করে দধি তৈরী করায় ‘মদিনা
মিষ্টি ঘর’ ও উৎপাদন এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় ‘জয় রাম মিষ্টি
ভান্ডার’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
সূত্র জানায়, কুমিল্লার আদর্শ
সদর উপজেলার কুচাইতলী এলাকায় বৃহস্পতিবার বেলা ১১.৩০ ঘটিকা থেকে দুপুর
২.০০ ঘটিকা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে
ক্ষতিকারক নিষিদ্ধ রঙ ব্যবহার করে দধি তৈরী করায় ‘মদিনা মিষ্টি ঘরকে’
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৪০ হাজার টাকা এবং দধিতে উৎপাদন ও
মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় ‘জয় রাম মিষ্টি ভান্ডারকে’ ১০ হাজার টাকাসহ
২টি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব
প্রদান করেন কুমিল্লা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।
এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ এবং কুমিল্লা জেলা
পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। জনস্বার্থে এঅভিযান অব্যাহত থাকবে বলে
দৈনিক কুমিল্লার কাগজকে জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার
সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।