শনিবার ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২
চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ দল নিশ্চিত লা লিগারও
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ১২:২৩ এএম আপডেট: ১৯.০৪.২০২৫ ১:৪২ এএম |





 চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ দল নিশ্চিত লা লিগারও

দিন দশেক আগে যা নিশ্চিত করেছিল ইংলিশ প্রিমিয়ার লিগ, সেই ঠিকানায় পৌঁছে গেল এবার স্প্যানিশ লা লিগাও। আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে ইংল্যান্ডের মতো স্পেনেরও অন্তত পাঁচ দল অংশ নিতে পারবে সরাসরি।
ইউরোপা লিগে কোয়ার্টার-ফাইনালে বৃহস্পতিবার ইতালিয়ান ক্লাব লাৎসিওর বিদায় আর স্প্যানিশ ক্লাব আথলেতিক বিলবাওয়ের জয়ে নিশ্চিত হয়ে গেছে আগামী চ্যাম্পিয়ন্স লিগে স্পেনের পাঁচ দলের খেলা।
উয়েফার ‘অ্যাসোসিয়েশন ক্লাব কোএফিসিয়েন্ট র‌্যাঙ্কিং’-এ ইংল্যান্ড শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করেছিল গত ৮ এপ্রিল। তাদের সঙ্গে এখন ‘ইউরোপিয়ান পার্মানেন্ট স্পট’ বা ইপিএস পেয়ে গেছে প্রিমিয়ার লিগ।
উয়েফা ‘কোএফিসিয়েন্ট’ হলো পরিসংখ্যানভিত্তিক একটি পদ্ধতি, যে গাণিতিক পদ্ধতি ব্যবহার করা হয় ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে উয়েফার দলগুলির র‌্যাঙ্কিং ও সিডিংয়ের জন্য। চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগে দলগুলির পারফরম্যান্সে দুটি লিগকে ‘ইউরোপিয়ান পার্মানেন্ট স্পট’ বা ইপিএস দেওয়া হয়। এই টুর্নামেন্টগুলোয় কোনো ক্লাবের প্রতিটি জয়ের জন্য তার দেশের লিগ পায় দুই পয়েন্ট, ড্রয়ের জন্য এক পয়েন্ট।
এছাড়াও আছে বোনাস পয়েন্টের ব্যবস্থা। চ্যাম্পিয়ন্স লিগে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলের লিগ পায় ১২ বোনাস পয়েন্ট, ইউরোপা লিগের ছয় ও কনফারেন্স লিগের চার। এছাড়াও শেষ ষোলো থেকে পরবর্তী ধাপে পৌঁছানোর জন্যও আছে বাড়তি বোনাস পয়েন্ট।
লা লিগায় এখনকার পয়েন্ট তালিকার যা অবস্থা, তাতে বার্সেলোনা, রেয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ, আথলেতিক বিলবাও ও ভিয়ারেয়ালের শীর্ষ পাঁচে থাকা অনেকটাই নিশ্চিত। কেবল পঞ্চম স্থানের লড়াইয়ে রেয়াল বেতিস আছে কিছুটা।
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের শিরোপা জয় একরকম নিশ্চিত। অতি বাজে পারফরম্যান্স না করলে রানার্সআপ হচ্ছে আর্সেনালই। তবে পরের তিন জায়গার লড়াই এখন জমজমাট। ৫৯ পয়েন্ট নিয়ে তিনে আছে নিউক্যাসল ইউনাইটেড, ৫৭ পয়েন্ট নিয়ে চারে নটিংহ্যাম ফরেস্ট। দুই পয়েন্ট পেছনে থেকে পাঁচে ম্যানচেস্টার সিটি, ছয় ও সাতে থাকা চেলসি ও অ্যাস্টন ভিলার পয়েন্ট সমান ৫৪।
অ্যাস্টন ভিলা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার পর আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা আছে ছয়টি দলের। প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষ পাঁচের সঙ্গে যোগ হতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা টটেনহ্যাম হটস্পার, যদি এই দুই ক্লাবের কোনোটি জিততে পারে ইউরোপা লিগের শিরোপা।
নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের চ্যাম্পিয়ন দল স্বয়ংক্রিয়ভাবেই পরের আসরের চ্যাম্পিয়ন্স লিগে খেলবে, নিজ দেশের লিগে পয়েন্ট তালিকায় অবস্থান তাদের যেমনই হোক।
গত মৌসুমে ইতালি ও জার্মানির লিগ থেকে পাঁচটি করে ক্লাব চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছিল ইপিএস পেয়ে।













সর্বশেষ সংবাদ
নিষিদ্ধ ছাত্রলীগ ও আ.লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার
এলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী
এনসিপির জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের ন্যূনতম বয়স হতে হবে ৪০
কুমিল্লায় বাসচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত
ঘোষিত ডেট লাইনের মধ্যেই সংস্কার শেষে নির্বাচন দিতে হবে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় বাসচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত
সাবেক গাড়ি চালককে হত্যার হুমকি দিলেন সূচি
কুমিল্লার ৪ আসনে প্রার্থী ঘোষণা করল জামায়াত
কুমিল্লায় ২২ পরীক্ষার্থী বহিষ্কার; দুই পরিদর্শককে অব্যাহতি
আজ লাকসামে জামায়াতের কর্মী সম্মেলন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২